এটা হতে পারে রাশিয়ার সোশ্যাল মিডিয়ার জন্য একটা তীব্র আঘাত অথবা খুব সাহসী এক এপ্রিল ফুল দিবসের রসিকতা, ভিকোনটাকটের জেনারেল ডিরেক্টর পাভেল দুরভ তার পদত্যাগের কথা ঘোষনা করেছে। (এটা যার যোগ্য,আজ সকালে এটা যে কোন ছুটির দিনে এক বোকা বানানোর কাহিনী, সে বিষয়ে কোন ধরনের ধারণা না দিয়ে মস্কো টাইমস আজ সকালের শুরুতে এই ঘটনার উপর সংবাদ প্রদান করেছিল)। এই সংবাদটি আজ এক পোস্টের মাধ্যমে এসেছে ভিকোনটাকটে, যা রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক। এই লেখায় দুরভ ব্যাখ্যা করেছে যে তার এই বিদায় বছর জুড়ে চলা আভ্যন্তরীণ দ্বন্দ্বের এর ফলাফল, কিন্তু তিনি কোম্পানির স্বল্প সংখ্যক শেয়ার হোল্ডার ইউনাইটেড ক্যাপিটাল পার্টনারের নাম উল্লেখ না করে তাদের তিরস্কার করেন। অভিযোগ করে তিনি লিখেন ইউসিপির হস্তক্ষেপের ফলে এখন ক্রমেই ওয়েবসাইটের “প্রতিষ্ঠাকালীন নীতি” ধরে রাখা কঠিন হয়ে উঠেছে।
তার মত নেট পাগল লোকদের প্রতি মাথা নত করে তাদের উদ্দেশ্য তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে বাতাসে লাফ দেওয়া দুটি ডলফিনের ছবি রয়েছে, আর শিরোনামে লেখা আছে “এখন পর্যন্ত এবং সকল মাছেদের ধন্যবাদ”- ডগলাস এ্যাডামস-এর হাস্যরসাত্মক সায়েন্স ফিকশন সিরিজ হিচহাইকার গাইড টু দি গ্যালাক্সি থেকে যা উল্লেখ করা হয়েছে।
যে সময়ে দুরভের ঘোষণা আসে তাতে এই বিষয়টি সম্ভব হতে পারে যে এটা প্রায় এক ধরনের বোকা বানানোর রসিকতা, টি জার্নালের ওয়েব সাইট তিনটি স্বাধীন সূত্রের থেকে সংবাদ পাওয়ার দাবী করছে যে, যারা দিন কতেক আগে যাচাই করে দেখেছে যে দুরভ হয়ত ভিকোনটাকটে থেকে পদত্যাগ করতে পারে। এই বিষয়টি বলছে যে ভিকোনটাকটের প্রধানের সরে যাওয়া ধারণা বছর ধরে নিয়মিত এক বিষয়ে পরিণত হয়েছে। ২৬ মার্চ ২০১৪, যখন টিজার্নাল দুরভকে এই গুজবের বিষয়ে জিজ্ঞেস করে, তখন তিনি এই সংগঠন ত্যাগ করার বিষয়টি অস্বীকার করেন, তিনি এই চিন্তাকে কেবল আরেকটি স্থবিরতার কারণ হিসেবে উল্লেখ করেন।
সম্প্রতি ভিকোনটাকটের প্রেস সেক্রেটারি দুরভের ঘোষণার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে। তবে সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক মাইল.রু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ইউসিপির প্রতিনিধি নাফিসা নাসইয়ারোভা একই সাথে এই কাহিনী সমর্থন করেছে, সে ইন্টারফ্যাক্স সংবাদকে জানাচ্ছে দুরভ কয়েকদিন আগে পদত্যাগ করেছে। এদিকে দৃশ্যত এই বিভ্রান্তির মনে হয় পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে যে দুরভ কি আসলে ভিকোনটাকটে ছেড়ে যাচ্ছেন, নাকি যাচ্ছেন না। নাসইয়ারোভা এর সাথে যোগ করেছে, এটা যদি এপ্রিলের প্রথম দিনের রসিকতা না হয়ে থাকে, তাহলে আইনত দুরভকে পদত্যাগের একমাস আগে বিষয়টি জানাতে হবে”। অন্য কথায়, ইউসিপি নিশ্চিত নয় যে ভিকোনটাকটের প্রতিষ্ঠাতা তার প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন কিনা।
নিঃসন্দেহে দুরভ একজন সাহসী ব্যক্তি। যিনি তার নিজের কোম্পানির মালিক, তিনি কি নাগরিকদের এভাবে বোকা বানাবেন? আশা করা যায়, ২ এপ্রিল এর উত্তর পাওয়া যাবে।