রুনেট ইকো নতুন ধারাবাহিক সৃষ্টির প্রবণতায় রুনেট টুইটারস্ফিয়ার অনুসরণ করে যাচ্ছে। প্রতি সপ্তাহের শেষে রুনেট ইকো রাশিয়ান ভাষার শীর্ষ ১০ টি টুইট সংগ্রহ করবে। শীর্ষস্থান অধিকারকারী এই টুইটগুলো গ্লোবাল ভয়েসেসের পাঠকদের জন্য প্রকাশ করা হবে। টিজার্নাল ডট আরইউ’এর “সবচেয়ে ভালো টুইট” নির্বাচন প্রণালীর উপর ভিত্তি করে আমরা টুইট নির্বাচনের কাজটি করব। যথা সময়ে এই নির্বাচন কাজের আপডেট এখানে দেওয়া হবে এবং এগুলো এখানে সহজেই পাওয়া যাবে।
#১০ – ম্যাকডোনাল্ডসের জন্য ক্রিমিয়ার দরজা বন্ধ, ফলে ক্রিমিয়াতে এর দোকানগুলোও বন্ধ
Вместо Макдональдса, мы откроем на ж/д вокзале в Симферополе другую сеть бесплатных туалетов. #Аксенов
— Сергей Аксенов (@sergyaksenov) April 4, 2014
ম্যাকডোনাল্ডসের পরিবর্তে সিম্ফেরপোল রেল স্টেশনের কাছে আমরা একই মালিকানায় অনেকগুলো বিনামূল্যের বাথরুম তৈরি করব। #আকসেনোভ
#৯ – নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ কার্যকর।
Помогите ретвитом! pic.twitter.com/oP47YM9vAE
— Игорь Борисов (+/-) (@IgorBorissov) April 3, 2014
দয়া করে আবার টুইট করুন!
#৮ – আড়ি পেতে শোনা
То чувство, когда тебя рожали для уборки дома.
— Подслушано (@Podslyshano) April 3, 2014
যখন আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন ঘরবাড়ি পরিষ্কার করার জন্য, তখনকার সেই অনুভূতি।
#৭ –“তথ্য যুদ্ধের” বিরুদ্ধে টেলিভিশন ব্যক্তিত্বের মত প্রকাশ।
Вернулся из КИЕВА объятый восторгом.Включил тв:то же в тоску вгоняющее вранье.Этот беспардонный ужас называется ИНФОРМАЦИОННАЯ ВОЙНА.
— Отар Кушанашвили (@Kushanashvili_O) March 31, 2014
পূর্ণ আনন্দের সাথে কিয়েভ থেকে ফিরে এসেছি। এসে টেলিভিশন চালু করলামঃ সেই একই রকম হতাশাজনক মিথ্যার ফুলঝুরি। কৈফিয়ত বিহীন এই আতঙ্ককে বলা হয় তথ্য যুদ্ধ।
#৬ – ভিকনতাকতের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ তার সফল এপ্রিল ফুল ছলনা [গ্লোবাল ভয়েসেস রিপোর্ট] নিয়ে সংকীর্ণ আত্মতৃপ্তিতে তাকিয়ে আছেন।
Поздравляю с прошедшим праздником всех, кто решил, что я действительно добровольно уйду в отставку. http://t.co/cTWlLtW2K7 — Pavel Durov (@durov) April 3, 2014
যারা ভেবেছেন আমি স্বেচ্ছায় [ইডি ডট প্রধান নির্বাহী অফিসার পদ থেকে] পদত্যাগ করব, খুব বেশি দেরীতে হলেও তাদেরকে জানাই শুভ এপ্রিল ফুল দিবস।
#৫ – আলেক্সি নাভালনি সন্তুষ্ট নন। কেননা ভরোনেঝ অঞ্চলে করণীয় কাজের চেয়ে প্রধান নির্বাহী অফিসার আলেক্সি মিলারের জন্য গ্যাসপ্রম বেশি অর্থ খরচ করছে।
Вот бы ВЦИОМ спросил дорогих россиян, что они думают об этом. “99% за немедленный расстрел” совсем не удивили бы pic.twitter.com/0AEm56LWYN — Alexey Navalny (@navalny) April 3, 2014
আমি চাই [ভোট গ্রহণ সংস্থা] ভিটিসিওম আমাদের প্রিয় দেশবাসীকে জিজ্ঞাসা করুক, তারা এই বিষয়টি নিয়ে কি ভাবে। এই নির্বাচনে শতকরা ৯৯ ভাগ লোক যদি ফায়ারিং স্কোয়াডের সাহায্যে তাৎক্ষনিক কাজ সম্পাদনের প্রতি তাদের সমর্থন জানায়, তবে তাতেও আমি অবাক হব না।
#৪ – ইন্টারনেট সেন্সরশিপ বাস্তবায়নের উপর বাঁধা প্রদান করতে আলেক্সি নাভালনির নির্দেশনামূলক পোস্ট।
Перепостите пож-та эти инструкции. Каждый репост причиняет РосКомЦензуре страдания. http://t.co/DXuuGzEHPC Зеркало: http://t.co/TIAGC7E9Hk — Alexey Navalny (@navalny) April 3, 2014
দয়া করে, এই নির্দেশ গুলো পুনরায় পোস্ট করুন। কেননা, প্রতিবার পুনরায় পোস্ট করলে রসকম সেন্সরশিপকে আরও বেশি যন্ত্রণা দেওয়া যাবে।
#৩ – সিরিয়ার কেসাব অঞ্চলে উপজাতি আর্মেনিয়ানদের দুরবস্থা সম্পর্কে অভিনেতাদের কথোপকথন।
Не прошло и 40 дней с трагедии на Майдане в Украине, а в мире снова горе… Трагедия в Кесабе… Мы скорбим вместе с армянским народом!
— Сергей Безруков (@s_bezrukov) March 31, 2014
ইউক্রেনের মাইদান স্কয়ার ট্র্যাজেডির এখনও ৪০ দিন পার হয়নি। তথাপি ইতোমধ্যে বিশ্বে আরও সব দুঃখ জনক ঘটনা ঘটে গেল… কেসাবে ট্র্যাজেডি… আমরা সেসব আরমেনিয়ান লোকেদের জন্য অত্যন্ত শোকাহত!
#২ –কীভাবে মার্কিন দাতারা কাজ করে তার ব্যাখ্যা আলেক্সি নাভালনি তার ব্লগ পোস্টে সংযুক্ত করেছেন। আলেক্সি মিলার এবং ইগর সেচিনের ছবি সহকারে তিনি পোস্টটি ব্যাখ্যা করেছেন।
Понять как устроены американские санкции против России. Блог: http://t.co/O9laDEsOF0 Зеркало: http://t.co/Up3d3JfZBH pic.twitter.com/7cdvPFVObA
— Alexey Navalny (@navalny) April 2, 2014
রাশিয়ার বিরুদ্ধে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হল তা বুঝতে। ব্লগ করুনঃ http://t.co/O9laDEsOF0 ,মিররঃ http://t.co/Up3d3JfZBH
#১ – আড়ি পেতে শোনা
Хотелось бы функцию ”очистить кэш в голове” перед сном.
— Подслушано (@Podslyshano) April 1, 2014
ঘুমাতে যাওয়ার আগে আমি “মাথার গুপ্ত ভান্ডারটিকে পরিষ্কার করার” সক্ষমতা অর্জন করতে চাই।