কলম্বিয়ার নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪-এ মেক্সিকো সিটিতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। কলম্বিয়ার নেটওয়ার্ক কারাকোল এই লেখকের জীবনের ধারাবাহিক ঘটনাপ্রবাহ পোস্ট করেছে [স্প্যানিশ ভাষায়]।
টুইটারে, ব্যবহারকারী পেপিন বালোনগো তার শোক প্রকাশ করেছে:
Ya no son cien años en soledad; a partir de ahora será una eternidad en soledad; adiós Gabo.
— Pepín Balongo (@PepnBalongo) abril 17, 2014
শতবর্ষের নিরবতার ইতি ঘটেছে। এখন রয়ে গেছে কেবলই নিরবতা। বিদায় গাবো [ মার্কেজের ডাক নাম]