[সব লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবসাইটকে নির্দেশ করে]
২০১৪ সালে মার্চ মাসের শেষ সপ্তাহে কলম্বিয়ার জাতীয় প্রশিক্ষণ সার্ভিস (সারভিসিও নাসিওনাল দে আপ্রেন্ডিজাজে – সেনা) কুন্টুর নামে পাখি দেখার একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে। সেনা ওয়েবসাইট পোস্ট করে জানিয়েছে, “দেশের পাখি এবং জীব বৈচিত্র্য বিশেষজ্ঞদের তথ্য নিবন্ধন এবং বাস্তব সময়ে সম্প্রদায়ের সাথে তা শেয়ার করার জন্য কুন্টুর কাজ করবে। পাখিদের অবস্থান এবং তাঁদের সনাক্তকরণের সুবিধা সম্বলিত এর একটি ডাটাবেস রয়েছে।”
টুইটারে @বার্ডঅয়াচিং এ তারা এই উদ্যোগের লক্ষ্য ব্যাখ্যা করেছেন:
La meta con #Kuntur es lograr completar una base de datos con todas las especies de #Aves que hay en #Colombia. http://t.co/8459xwio6a
— Birdwatching (@birdwatching_co) April 8, 2014
কুন্টুরের লক্ষ্য হচ্ছে, কলম্বিয়ার সব প্রজাতির পাখির একটি ডাটাবেইস তৈরি করা।
অ্যাপ্লিকেশন এর অফিসিয়াল অ্যাকাউন্ট (@কুন্টুরঅ্যাপ) থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। যেমন, মার্চ মাসে এই অ্যাপ্লিকেশনটি কতবার ডাউনলোড করা হয়েছে (অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, যেটি বর্তমানে অ্যাপ্লিকেশনটি পাওয়ার একমাত্র প্ল্যাটফর্ম):
En el primer mes en la tienda Google play, KUNTUR tiene más de 2000 descargas, con una calificación promedio de… http://t.co/QmMpY3zbxR
— kuntursoporte (@KunturAPP) April 7, 2014
গুগল প্লে স্টোর থেকে প্রথম মাসেই কুন্টুর ২০০০ এরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। তখন এর গড়ে রেটিং ছিল …
লুইস কার্লোস যাপাটা আপ ওয়েব মভিলস এন্ট্রি অটরসএর উপর লিখা ব্লগে অ্যাপ্লিকেশনটি মুক্তির ব্যাপারে তাঁর ইতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি কুন্টুরের ধারণা কিভাবে শুরু হল তাও আমাদের বলেছেন:
La app nació en el tecnoparque de manizales y actualmente se encuentra en la tienda de Google Play pero proximamente estará disponible en IOS.La app tiene como intención que se conozca cerca de las 1800 especies que se conocen en Colombia, que sea didáctico y educativo.
[…] tanto novatos como expertos se puede buscar mediante la elección de diferentes siluetas y luego elegir características como color primario y secundario; para los inexpertos saldrá diferentes opciones […] y si usted es un experto la puede buscar con su nombre científico.
অ্যাপ্লিকেশন মানিজালেস টেকনোপার্কে তৈরি করা হয়েছে। এটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। শীঘ্রই এটি অ্যাপল স্টোরেও পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনটি একটি শিক্ষামূলক উপায়ে কলম্বিয়ার ১৮০০ প্রজাতির পাখিকে সবার সাথে পরিচিত করাতে ইচ্ছুক।
[…] অনভিজ্ঞ ব্যক্তি এবং বিশেষজ্ঞ সবাইকে একইভাবে প্রথমে বিভিন্ন ছায়াচিত্র (সিলুয়েট) নির্বাচন করে অনুসন্ধান চালাতে হবে। তারপর বিভিন্ন বৈশিষ্ট্য নির্বাচন করে কাঙ্ক্ষিত বিষয়াদি খুঁজে পাবেন। যেমন প্রাথমিক এবং দ্বিতীয় রং নির্বাচন করা। অনভিজ্ঞ বা নতুনদের জন্য সেখানে অনেক ধরণের অপশন রয়েছে […] আপনি একজন বিশেষজ্ঞ হলে সেখানে বৈজ্ঞানিক নামও অনুসন্ধান করতে পারবেন।
একই পোস্টে, অ্যাপ্লিকেশন এর একাউন্ট থেকে নীচের লিঙ্কের ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছে। সেখানে অ্যাপ্লিকেশন ব্যবহার পদ্ধতির একটি খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছেঃ
অ্যাপ্লিকেশনটি নির্মাতার ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পাতায় এ সংক্রান্ত আরও তথ্য রয়েছে।