- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ ইরানি ব্লগারদের কি হয়েছে ?

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., নাগরিক মাধ্যম, রাজনীতি, জিভি অভিব্যক্তি

ব্লগিং এর প্রথম দিকের দিনগুলোতে, ইরানের সংস্কারবাদী ব্লগাররা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিলেন। দেশটি ছিল তারুণ্যে ভরা, ইন্টারনেট ব্যবহারে দক্ষ এবং অনলাইনে রাজনৈতিক সংলাপের নতুনত্বে অগ্রগামী। সেন্সরশিপ এবং দমন পীড়ন এলে কঠিন ভাবে সেগুলো প্রতিরোধে ইরান প্রসিদ্ধ। তবে ইদানীং, সব কিছু বেশ শান্ত। ফার্সি ব্লগারদের কি নিশ্চুপ করে রাখা হয়েছে? অথবা সহজভাবে সামাজিক মিডিয়া এবং মূল্যবোধ পরিবর্তনের ফলে ব্লগিং ধীরে ধীরে কমে গেলে কি হতে পারে ?

আনেনবারগ স্কুলের ইরান মিডিয়া প্রোগ্রাম “যেথায় ব্লগেস্টান: ফার্সি সাইবার স্পেসের অবস্থান বদলের মূল্যায়ন” [1](পিডিএফ [2]) নামের একটি নতুন রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টটির লেখকবৃন্দ তাদের মূল্যায়নগুলোর পর্যালোচনা করতে এই সপ্তাহের জিভি অভিব্যক্তিতে গ্লোবাল ভয়েসেসের সাথে যোগ দিয়েছেন।

আরাশ কামানগির [3] এবং লরেন্ট গিয়াকোবিনোর [4] সাথে এ ব্যপারে কথা বলেছেন সোলানা লারসেন [5]।