- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নাইজেরিয়ার লাগোসে গ্লোবাল ভয়েসেসের বৈঠক

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, নাইজেরিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, ঘোষণা

gvmeetuplogo1

২০১৪ সালে গ্লোবাল ভয়েসেসের বৈঠক আবার শুরু হচ্ছে। ২০১৩ সালে সারা বিশ্বের ছয়টি শহরে ছয়টি সফল বৈঠকের পর আমাদের সম্প্রদায়ের সদস্যরা আমাদের পাঠকদের জন্য সুযোগ সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমাদের কাজ সম্পর্কে আরো যারা জানতে আগ্রহী এবং আমাদের লক্ষ্যের সঙ্গে যারা জড়িত হতে চান তাঁদের নিয়েও এসব সদস্যরা কাজ করছেন। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামী ১৭ এপ্রিল, বৃহস্পতিবার নাইজেরিয়ার লাগোস শহরে আমাদের পরবর্তী গ্লোবাল ভয়েসেস বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

লাগোস শহরের ভিক্টোরিয়া আইল্যান্ডে অবস্থিত প্যান আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এবং কমিউনিকেশন স্কুলের [1]সাথে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য নয়াচুকু এগবুনিক (@ফেদারপ্রজেক্ট [2]) এই বৈঠকটির আয়োজন করছেন। বৈঠক শুরু হবে সকাল ৯ টায়। এতে অংশ নিতে হলে আপনার নিবন্ধন প্রয়োজন (আরও তথ্যের জন্য নীচে দেখুন)।

বৈঠকটি শিক্ষার্থী, ব্লগার এবং অন্য যারা নাগরিক মিডিয়ার ক্ষেত্রে কাজ করছেন তাঁদের জন্য অভিজ্ঞতা শেয়ার করা এবং একে অপরের কাজ সম্পর্কে জানার  একটি দারুণ সুযোগ। উপরন্তু, সেখানে আরও যেসব বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে:

আপনি যদি বৈঠকে অংশ নিতে আগ্রহী হন, তবে নিম্নলিখিত নিবন্ধন ফর্মটি [3]পূরণ করুন। আপনি আপনার অংশগ্রহণ সংক্রান্ত একটি নিশ্চিতকরণ ই-মেইল বার্তা পাবেন। বৈঠকটিতে বিনামূল্যে অংশ নেওয়া যাবে, কিন্তু এর আসন সংখ্যা সীমিত। আরও তথ্যের জন্য আপনি রাইজিং [অ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন.অরগ এ ইমেল করতে পারেন। এই বৈঠকটি এবং সারা বিশ্বের অন্যান্য বৈঠক অনুসরণ করতে #জিভিমিটআপ [4] হ্যাশট্যাগটি ব্যবহার করুন।