ক্রিমিয়ার বিচ্ছিন্নতাবাদী সরকারের নতুন নিয়োগ করা প্রসিকিউটর জেনারেল নাটালিয়া পোকলন্সকায়া রুনেটের হৃদয় ও মন দখল করেছেন এবং বিস্ময়করভাবে জাপানকে কৌশলে হস্তগত করেছেন। ১১ মার্চ তারিখে তাঁর দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের প্রেস কনফারেন্সের একটি ভিডিও ইউটিউবে প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ দেখেছে। হয়তোবা তাঁর দপ্তরের গাম্ভীর্যের সাথে তাঁর বেমানানসই তারুণ্য ভরা উপস্থিতির (তাঁর বয়স আসলে ৩৩ বছর) কারনেই এত লোক এই ভিডিওটি দেখেছে।
এখনও নতুন চেহারা কিন্তু অত্যন্ত কঠোর পকলন্সকায়া চারপাশে অনেক মাইক্রোফোন বেষ্টিত হয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। জাপানিজ এবং রাশিয়ান ফান-আর্ট এর জন্য তিনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। এসব চিত্রকর্মের বেশিরভাগই মাঙ্গা (জাপানিজ চিত্র গল্প সম্বলিত বই) চিত্র-শৈলীতে আঁকা হয়েছে। ছবিগুলোতে কিম্ভূতকিমাকার ভাবে পকলন্সকায়ার জনসমক্ষে প্রথম আত্মপ্রকাশ করার “আকর্ষণীয়” অথবা “কাওয়াই” দিকটির উপর বেশি জোর দেওয়া হয়েছে। জাপানিজ মাঙ্গা চিত্রশিল্পীদের ভান্ডার পিক্সিভে [জাপানিজ] ছবিগুলো প্রথম প্রকাশ করার পর খুব দ্রুত সেগুলো রুনেট ফোরাম এবং পিকাবু ডট আরইউ [রুশ] এর মতো ছবিমঞ্চগুলোতেও ছড়িয়ে পড়েছে। তাদের নিজেদের অনুকরণপ্রিয় একই জিনিসের ভিন্ন ভিন্ন রুপকে উৎসাহিত করে ছবিগুলো খুব দ্রুত ছড়িয়ে দেওয়া হয়েছে।
পকলন্সকায়া গত ২০ মার্চ তারিখে তাঁর টুইটার একাউন্ট খুলেছেন। তাঁর টুইট দেখে মনে হচ্ছে তিনি এই ফান-আর্ট ছবিগুলোকে সমর্থন দিয়েছেনঃ
Спасибо вам за поддержку и творчество! Все рисунки восхитительны)
— Наталья Поклонская (@NPoklonskaya) March 20, 2014
আপনাদের সমর্থন এবং এই চিত্রকর্মগুলোর জন্য অনেক ধন্যবাদ। সবগুলো চিত্রকর্মই বেশ সুন্দরঃ)
অবশ্য টুইটার একাউন্টটি মিথ্যা একাউন্ট হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছেঃ ১৯ মার্চ তারিখে দেয়া একটি সাক্ষাৎকারে [রুশ] পকলন্সকায়া বলেছেন, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কোন একাউন্ট নেই। যদি তাঁর একাউন্টটি মিথ্যা হয়ে থাকে, তবে ক্রিমিয়ান প্রধানমন্ত্রী সার্গেই আকসিওনোভ এবং তাকে মিলিয়ে দুইটি মিথ্যা টুইটার একাউন্ট (@সার্গেইআকসেনোভ এবং @আকসেনোভক্রিমিয়া) দিয়ে একটি ভাল সঙ্গ তৈরি করা হয়েছে বলে ধরে নেওয়া যায়। কেননা ক্রিমিয়ার প্রধানমন্ত্রীও দাবি [রুশ] করেছেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। মাঝে মাঝে রাশিয়ান টুইটারে মিথ্যা একাউন্ট দ্রুত ছড়িয়ে থাকে। এতে করে বাইরের চাপে ভিতরের দিকে আনন্দ উল্লাসপূর্ণ উদ্ভট উক্তি ও কার্যকলাপের স্ফোটন ঘটতে থাকে। গতকাল রামজান কাদিরোভের মিথ্যা টুইটার একাউন্ট পোকলন্সকায়া একাউন্টকে প্রশ্ন [রুশ] করেছে, তাঁর একাউন্টটি মিথ্যা (তাঁর জবাবে ব্যক্তিটি টুইট করেছে, না) কিনা ?
সত্যিকারের পোকলন্সকায়া অনুমোদন করল কিনা, সেটা বিবেচনা না করে চলুন সেই চিত্রকর্মগুলোর দিকে দৃষ্টি দেই। ছবিগুলো যে যোগ্যতা দিয়ে আঁকা হয়েছে, তাতে করে এগুলোকে অবিশ্বাস্য রকমের যৌন বৈষম্যবাদী করে তোলা যেতঃ
একটি কঠিন এবং বিপদজনক কাজের জন্য একজন পেশাদার নারীর আপত্তিকর কর্মকাণ্ডের মুহূর্তকে এক পাশে রেখে যদি খেয়াল করি, তবে এই বদ্ধ ধারণা পকলন্সকায়াকে একজন সহজাত ক্রিমিয়ান নেতার প্রয়োজনীয়তা অনুভব করাতে পারে। যদিও এখন তারা যখন স্বয়ং পুতিনের সাথেই প্রতিযোগীতায় লিপ্ত হবেন, তখন হয়তোবা তাদের পক্ষে একজন সহজাত ক্রিমিয়ান নেতা হয়ে ওঠা বেশ কঠিন ব্যাপার হয়ে উঠবে। কেননা এ বিষয়টি চিন্তা করেই তাদেরকে মনোনীত করা হয়েছে।
1 টি মন্তব্য
She is one of the cutest general ever on earth.