- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তাইওয়ানে কংগ্রেস দখল আন্দোলনে পাঁচ লাখ মানুষের সমর্থন

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, তাইওয়ান (ROC), হং কং (চীন), নাগরিক মাধ্যম, প্রতিবাদ
The rally from the air. Photo by Lu Tong-hi. CC: NC. [1]

আকাশ থেকে তোলা সমাবেশের ছবি। ছবি তুলেছেন লু টং-হাই। সিসি:এনসি।

গত ৩০ মার্চ ২০১৪, রোববার তাইওয়ানের পাঁচ লাখ মানুষ রাজধানী তাইপের ক্যাটাগালান বুলেভার্ডে জড়ো হয়েছিলেন। তারা এসেছিলেন ইউয়ান নামে পরিচিত তাইওয়ানের জাতীয় সংসদ দখল আন্দোলনের সাথে জড়িত কর্মীদের [2] সমর্থন দিতে। চীনের সাথে ক্রস-স্ট্রেইট সার্ভিস অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (সিএসএসটিএ) নামে একটি গোপন চুক্তির বিরোধীতা করতেই তারা কংগ্রেস দখল (#কংগ্রেসঅকুপাই) আন্দোলনে নেমেছেন।

রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীরা তাদের দাবি-দাওয়াগুলো [3] পড়ে শোনান:

1. 退回服貿協議;
2. 兩岸協議監督專法法制化,先立法、再審服貿協議,立法院完成前不得與中國洽談或簽定新協定或協議;
3. 召開公民憲政會議;
4. 要求朝野立委站出來,響應人民的訴求,支持民間版兩岸協定締結條例草案盡速完成立法。

১. সিএসএসটিএ তুলে নিতে হবে;
২. সিএসএসটিএ পুন:মূল্যায়নের আগে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর্যবেক্ষন ব্যবস্থা ঠিক করতে হবে। তার পরেও তাইওয়ান এবং চীনা কর্তৃপক্ষ কোনো ধরনের চুক্তিতে যেতে পারবে না;
৩. সাংবিধানকভাবে একটি গণশুনানি করতে হবে;
৪. যত তাড়াতাড়ি সম্ভব উভয় দেশের সাংসদরা জনগণের দাবিগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর্যবেক্ষন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবেন।

সাংসদদের ওপর চাপ সৃষ্টি করতে তারা সমর্থকদের প্রতিদিনই জাতীয় সংসদ ভবন ইউয়ানের সামনে আসার অনুরোধ করেছেন।

A kid in the rally. Photo by sheina0128. CC: NC. [4]

মিছিলে ছোট্ট বাচ্চাও অংশ নিয়েছে। ছবি তুলেছেন শেইনা০১২৮। সিসি: এনসি।

কংগ্রেস দখলের এই আন্দোলন কর্মসূচিতে শুধু দেশের ৪৫টি শহরের [5] মানুষই সমর্থন দেননি। দেশের বাইরে থেকেও সমর্থন মিলেছে। হংকং [6] এবং মেইনল্যান্ড চায়নার অ্যাক্টিভিস্ট হু জিয়া [7] টুইটারের মাধ্যমে ৩০ মার্চের কর্মসূচির [8] প্রতি সমর্থন জানিয়েছেন।

下午1:00,我在北京的家狱里一个人参加了。所以,台北太阳花学运的朋友们,北京有人在和你们同步。北京,没有缺席。

এখন ঘড়িতে ১টা বাজে। আমি নিজে নিজেই [ক্যাটাগালান বুলেভার্ড, তাইপে] মিছিলে যোগ দিলাম। আমি বেইজিংয়ে ঘরে বন্দী হয়ে আছি। আমার তাইপের বন্ধুরা সানফ্লাওয়ার আন্দোলনে যোগ দিয়েছে: বেইজিংয়ের কেউ একজন আপনাদের সমর্থন দিচ্ছে। মিছিলে বেইজিং-ও অনুপস্থিত নেই।