তাইওয়ানে কংগ্রেস দখল আন্দোলনে পাঁচ লাখ মানুষের সমর্থন

The rally from the air. Photo by Lu Tong-hi. CC: NC.

আকাশ থেকে তোলা সমাবেশের ছবি। ছবি তুলেছেন লু টং-হাই। সিসি:এনসি।

গত ৩০ মার্চ ২০১৪, রোববার তাইওয়ানের পাঁচ লাখ মানুষ রাজধানী তাইপের ক্যাটাগালান বুলেভার্ডে জড়ো হয়েছিলেন। তারা এসেছিলেন ইউয়ান নামে পরিচিত তাইওয়ানের জাতীয় সংসদ দখল আন্দোলনের সাথে জড়িত কর্মীদের সমর্থন দিতে। চীনের সাথে ক্রস-স্ট্রেইট সার্ভিস অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (সিএসএসটিএ) নামে একটি গোপন চুক্তির বিরোধীতা করতেই তারা কংগ্রেস দখল (#কংগ্রেসঅকুপাই) আন্দোলনে নেমেছেন।

রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীরা তাদের দাবি-দাওয়াগুলো পড়ে শোনান:

1. 退回服貿協議;
2. 兩岸協議監督專法法制化,先立法、再審服貿協議,立法院完成前不得與中國洽談或簽定新協定或協議;
3. 召開公民憲政會議;
4. 要求朝野立委站出來,響應人民的訴求,支持民間版兩岸協定締結條例草案盡速完成立法。

১. সিএসএসটিএ তুলে নিতে হবে;
২. সিএসএসটিএ পুন:মূল্যায়নের আগে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর্যবেক্ষন ব্যবস্থা ঠিক করতে হবে। তার পরেও তাইওয়ান এবং চীনা কর্তৃপক্ষ কোনো ধরনের চুক্তিতে যেতে পারবে না;
৩. সাংবিধানকভাবে একটি গণশুনানি করতে হবে;
৪. যত তাড়াতাড়ি সম্ভব উভয় দেশের সাংসদরা জনগণের দাবিগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর্যবেক্ষন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবেন।

সাংসদদের ওপর চাপ সৃষ্টি করতে তারা সমর্থকদের প্রতিদিনই জাতীয় সংসদ ভবন ইউয়ানের সামনে আসার অনুরোধ করেছেন।

A kid in the rally. Photo by sheina0128. CC: NC.

মিছিলে ছোট্ট বাচ্চাও অংশ নিয়েছে। ছবি তুলেছেন শেইনা০১২৮। সিসি: এনসি।

কংগ্রেস দখলের এই আন্দোলন কর্মসূচিতে শুধু দেশের ৪৫টি শহরের মানুষই সমর্থন দেননি। দেশের বাইরে থেকেও সমর্থন মিলেছে। হংকং এবং মেইনল্যান্ড চায়নার অ্যাক্টিভিস্ট হু জিয়া টুইটারের মাধ্যমে ৩০ মার্চের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।

下午1:00,我在北京的家狱里一个人参加了。所以,台北太阳花学运的朋友们,北京有人在和你们同步。北京,没有缺席。

এখন ঘড়িতে ১টা বাজে। আমি নিজে নিজেই [ক্যাটাগালান বুলেভার্ড, তাইপে] মিছিলে যোগ দিলাম। আমি বেইজিংয়ে ঘরে বন্দী হয়ে আছি। আমার তাইপের বন্ধুরা সানফ্লাওয়ার আন্দোলনে যোগ দিয়েছে: বেইজিংয়ের কেউ একজন আপনাদের সমর্থন দিচ্ছে। মিছিলে বেইজিং-ও অনুপস্থিত নেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .