ওবামার সৌদি আরব সফর উন্মুক্ত করল মরুভূমিতে বাদশাহর বাসস্থান

প্রেসিডেন্ট ওবামা তাঁর রাজতন্ত্র সফরে আজ সৌদি আরবের বাদশা আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। যদিও তারা মানবাধিকার নিয়ে কোন আলোচনা করেননি। একজন আমেরিকান সাংবাদিক রাওদাত খুরাইম থেকে কয়েকটি ছবি টুইট করার পর সৌদি আরবের জনগণ এই সফরের বদৌলতে মরুভূমিতে বাদশাহর বাসস্থানের এক ঝলক দেখতে পেলেন।

পিওটিইউএস মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করেননি। কিন্তু তিনি আগামীকাল পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বেশ নামকরা একজন উকিলের সাথে হোটেলে দেখা করবেন। 

এই সংক্ষিপ্ত সাক্ষাতের সমস্ত অংশ জুড়ে টুইটারে বিভিন্ন প্রতিক্রিয়া স্রোতের মতো নির্গত হয়েছে।

ব্যঙ্গনবিশ কার্ল শেরো বুদ্ধিদীপ্ত মন্তব্য করেছেনঃ 

ওবামা এবং আমি এই দিক থেকে একই রকম যে আমাদের দুইজনকেই কাজের খাতিরে সৌদি আরবে যেতে হয়। 

সৌদি সক্রিয় কর্মী তামাদোর এলিয়ামি জিজ্ঞাসা [আরবি] করেছেনঃ 

প্রশ্নঃ আমেরিকান নারী সাংবাদিকদের কেন রাওদাত খুরাইমে (মরুভূমিতে বাদশাহ এর নির্জন আবাস) প্রবেশাধিকার দেয়া হয়েছে যেখানে সৌদি নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ? 

সেখানে ওবামার জন্য একটি চ্যালেঞ্জ রয়েছেঃ  

অভিবাদন @বারাকওবামা, আপনি কি আগামীকাল #সৌদিআরব সফরের জন্য আপনার দাপ্তরিক গাড়িচালক হিসেবে কোন নারীকে নিয়োগ দেবেন ?  

সাংবাদিক কিম ঘাত্তাস এই হুমকি গ্রহণ করে জিজ্ঞাসা করেছেনঃ 

সৌদি আরবে ওবামার মোটর শোভাযাত্রায় থাকা গাড়িগুলোর মধ্যে যেকোন একটি গাড়ির চালক একজন নারী হওয়ার সম্ভাবনা কতোখানি ? @এমেনেস্টি বলেছে পিডিটি’র এটিকে একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে তুলে ধরা উচিৎ। 

অন্যান্য খবরগুলোতে বায়ান লক্ষ্য করেছেনঃ 

হোয়াইট হাউস রিপোর্টার @সিবুডোফব্রাউন শুধুমাত্র ওবামার সৌদি সফরের খবরাখবর সংগ্রহ করে এক দিনে প্রায় ১০,০০০ অনুসারী পেয়ে গেছেন। 

ক্যারি বুডোফ ব্রাউন বিভিন্ন দৃশ্য টুইট করেছেন। দৃশ্যগুলোতে সৌদি নাগরিকদেরকে নিচের ছবিগুলোর মতো করে আগলে রাখা হয়েছেঃ 

বিলাত থেকে পাওয়া ছবি 

এখানে সময় খুব বেশি গুরুত্বপূর্ণ

চকোলেট শৌখিন আসবাব এবং প্রচুর ফুল – বাদশা আব্দুল্লাহর মরুভূমির বাংলো-বাড়ির চারপাশ সম্পর্কে একটি ধারণা।    

খুব সুন্দর দৃশ্য।

ব্রাউনের একটি বিস্ময়সূচক মন্তব্যঃ 

মধ্যপ্রাচ্যে টুইটারের ক্ষমতাঃ ৫ ঘন্টা আগে রিয়াদে অবতরণের পর থেকে এ পর্যন্ত আমি ৭,০০০ নতুন অনুসারী পেয়েছি। শুধুমাত্র আব্দুল্লাহর বাসস্থানের কিছু ছবি দেয়ার কারনে এমনটি ঘটেছে। 

ওতাইবি এর কারন ব্যাখ্যা করেছেনঃ 

বাদশা আব্দুল্লাহর বাসস্থানের ভিতরে কি কি আছে তা আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য সৌদি নাগরিকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এটি অনেক দিন ধরে একটি অদেখা গোপনীয় বিষয় হয়ে রয়ে গিয়েছিল… @সিবুডোফব্রাউন 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .