- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

হৃদয়ভাঙ্গা খবর: হারিয়ে যাওয়া মালয়েশিয়া ফ্লাইট এমএইচ৩৭০ ভারত মহাসাগরে বিধ্বস্ত

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মালয়েশিয়া, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম, ভ্রমণ
Image from Facebook page of Malaysia Airlines [1]

মালয়েশিয়া এয়ারলাইন্সের ফেসবুক পাতা থেকে 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সর্বশেষ উপগ্রহ তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি [2]করে হারিয়ে যাওয়া বিমান এমএইচ৩৭০ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে সোমবার সন্ধ্যায় ঘোষণা করেছেন: [3]

… বিমানটির শেষ অবস্থান ছিল পার্থের পশ্চিমে ভারত মহাসাগরের মাঝখানে।

সম্ভাব্য অবতরণের কেন্দ্রগুলো থেকে অনেক দূরে এটি একটি দুর্গম অবস্থান। তাই গভীর বিষণ্ণতা এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই নতুন তথ্য অনুযায়ী, ফ্লাইট এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। 

বেইজিং থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এমএইচ৩৭০ ফ্লাইটটি গত ৪ঠা মার্চ তারিখে হারিয়ে যায় [4]। কেন বিমানটি ভুমির সাথে যোগাযোগ হারিয়ে ফেলে তার কোন অকাট্য তথ্য এখনও পাওয়া যায়নি। কিন্তু কর্তৃপক্ষ বলছে, বিমানটির রাডার ইচ্ছাকৃতভাবে বন্ধ ছিল। এমএইচ৩৭০ ফ্লাইটটিতে ২৩৯ জন যাত্রী ও ক্রু ছিল। দুই সপ্তাহ ধরে, হারিয়ে যাওয়া বিমানটির হালনাগাদ তথ্য পাওয়ার জন্য গোটা বিশ্ব [5] বিমানটির অনুসন্ধান কর্মসূচীর দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।  

প্রধানমন্ত্রী তার ঘোষণার আগের মুহূর্তে মালয়েশিয়া এয়ারলাইনস এই বার্তাটি [6] পোস্ট করে:

নিখোঁজ বিমানটির জন্য মালয়েশিয়ান এয়ারলাইনস গভীরভাবে দুঃখপ্রকাশ করছে। আমরা অনুমান করছি, এমএইচ৩৭০ ফ্লাইটটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে।

মালয়েশিয়া এয়ারলাইনস এবং সমস্ত মালয়েশীয়র পক্ষে, এই অতিশয় বেদনাদায়ক সময়ে ২২৬ জন যাত্রী এবং আমাদের ১৩ জন বন্ধু এবং সহকর্মীদের জন্য আমাদের প্রার্থণা রইল।

আমরা জানি, এই ব্যথা লাঘব করার মতো কোন ভাষা আমাদের কারও জানা নেই। আমরা আপনাকে আমাদের সহায়তা এবং সমর্থন প্রদান অব্যাহত রাখব, যেমনটি রেখছি বেইজিং থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এমএইচ৩৭০ ফ্লাইটটি গত 8 মার্চ প্রথম ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকে।  

সারা বিশ্বের নেট নাগরিকরা এমএইচ৩৭০ ফ্লাইটটির যাত্রী ও ক্রু সদস্যদের পরিবার বর্গকে #PrayforMH370 এবং #RIPMH370 হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে [7] তাদের সমবেদনা পাঠাচ্ছে:

এই খুবই কঠিন সময়ে, আমরা আশা করছি, সব প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁদের পরিবার মানসিকভাবে নিজেদের শক্ত রাখবে। সমস্থ আত্মার জন্য আশীর্বাদ।  

শক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত এটা সত্য নয়। তাঁরা জীবিত থাকতে পারেন। আমি তাদের বেঁচে থাকার জন্য প্রার্থনা করব এবং যাই হোক না কেন তাদের জন্য সবচেয়ে ভাল কাজটি করব। 

এমনকি যখন তারা দাবি করে যে সেটা সমুদ্রে ধ্বংস হয়েছে, তখনও আমার কাছে মনে হয় যে, তারা সেটা কোথাও না কোথাও খুঁজে পাবে।

এমএইচ৩৭০ ফ্লাইটটির যাত্রীদের পরিবারবর্গকে বেইজিং থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

* প্রধানমন্ত্রী নাজিব রাজাক [17] এর ফেসবুক পাতা থেকে আলোকচিত্রগুলো ব্যবহার করা হয়েছে।