[গল্প তৈরি] মিশরের আল সাওয়াত আল হুর এর এমাদ শেনোউদা

রাইজিং ভয়েসেস গত ২৮-৩০ জানুয়ারী, ২০১৪ তারিখে জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত গল্প তৈরির শিবিরে [স্টোরিমেকার ক্যাম্প] অংশ নেয়। প্রকল্পটির একটি অংশীদার হিসাবে অ্যাপ্লিকেশন উন্নয়নে ও প্রশিক্ষণ এবং পরামর্শ প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণকারী মূল কর্মীদের সঙ্গে এটি ছিল সাক্ষাতের একটি সুযোগ।

এছাড়াও দলটি মিশর, তিউনিশিয়া, মরোক্কো এবং ইরাকের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত, যারা প্রাথমিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করে থাকে।

মিশরে অন্যান্য সাইটের মধ্যে মিনা এবং পোর্ট সৈয়দ এলাকায় আল সাওয়াত আল হুর প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। তারা সাংবাদিকদের প্রশিক্ষণ, গবেষণা এবং আইনি সহায়তা প্রদান করে।

তাদের উদ্দেশ্য:

এই বিষয়ে কয়েক বছরের অবিজ্ঞতা সম্পন্ন আল সাওয়াত আল হুর জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য আনয়ন করে মেনা অঞ্চলে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার মান উন্নয়নে অবদান রাখছে। ব্যাপক নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, সহায়তা এবং অন্যান্য ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা আরব বিশ্বে মুক্ত মত প্রকাশের জন্য স্থান বিস্তীর্ণ করতে এবং গুণগতমান ও ধারণক্ষমতার পরিপ্রেক্ষিতে সাংবাদিকতার খাতকে জোরদার করার লক্ষ্য রাখি। 

গল্প তৈরির ক্যাম্পে, আমরা স্থানীয় প্রকল্প সমন্বয়কারী এমাদ শেনউদার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এই পডকাস্ট সাক্ষাত্কারে তিনি অংশগ্রহণকারীদের তৈরি কন্টেন্টগুলোর স্থানীয় প্রকৃতি সম্পর্কে আলোচনার পাশাপাশি প্রকল্পের চলমান চ্যালেঞ্জের ব্যাপারে কথা বলেছেন। এছাড়াও সমন্বয় ও জ্ঞান ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আরও উন্নত হওয়ার জন্য কিভাবে উপকারী দিকগুলো সবাইকে একসাথে গল্প তৈরির ক্যাম্পে নিয়ে এসছে সে বিষয়েও তিনি তার চিন্তা ভাবনা শেয়ার করেছেন। 

আপনি টুইটার (@আলসাওয়াতআলহুর) এবং ফেসবুকে আল সাওয়াত আল হুর পেতে পারেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .