
রুশ টুইটাস্ফেয়ারের সেরা টুইটসমূহ, ছবি বিন্যাস লেখকের
আজ থেকে রুনেট ইকোতে নতুন এক ধারাবাহিকের যাত্রা শুরু হল, যা প্রতি সপ্তাহে রুশ ভাষার টুইটারস্ফেয়ারে আসা সেরা পোস্ট নিয়ে। প্রতি শুক্রবার রুনেট ইকো রুশ ভাষার সেরা দশটি টুইট সংগ্রহ করবে এবং সম্মিলিত ভাবে সেগুলো গ্লোবাল ভয়েসেস-এর পাঠকদের কাছে হাজির করবে। টিজার্নাল রু-এর গাণিতিক হিসেবের মাধ্যমে প্রাপ্ত “সেরা টুইট”- থেকে এই সকল টুইট নির্বাচন করা হবে এবং এখানে রিয়েলটাইমে সেগুলো হবে সহজলভ্য ও সদ্যপ্রাপ্ত।
#১০-একজন প্রবীণ এবং তার পুরোনো গাড়ি।
Этому мужчине 102 года. Он не менял машину 82 года. Роллс-Ройс 1928 г. pic.twitter.com/rD6CvsmQTR
— Исторические Фото (@HistoryFoto) March 25, 2014
এই ব্যক্তির বয়স ১০২ বছর এবং তিনি ৮২ বছর ধরে একই গাড়ি চালাচ্ছেন। ১৯২৮ সালের একটি রোলস রয়েস।
#৯-গণহত্যা বিষয়ক একটি রসিকতা
Рейтинг Путина достиг 80%. Чтобы он достиг 100%, необходимо расстрелять и посадить оставшиеся 20%.
— Пeрзидент Роисси (@KermlinRussia) March 27, 2014
পুতিনের অনুমোদন-এর তালিকা ৮০ শতাংশে উন্নিত হয়েছে। এটিকে শতভাগে নিয়ে যেতে হলে অবশিষ্ট ২০ শতাংশকে গুলি অথবা গ্রেফতার করতে হবে।
# ৮-বুশ, ওবামা এবং পুতিনের যুদ্ধাপরাধের তুলনা করা (কতজন নারী, শিশু এবং প্রবীণ ব্যক্তি খুন হয়েছে। অপ্রয়োজনীয় যুদ্ধে কতজন সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে, কতগুলো দেশে বোমা ফেলা হয়েছে, সরকার উৎখাত করা হয়েছে, কারাবন্দীদের অত্যাচার করা হয়েছে, সামরিক অভিযানের হুমকির ভয় দেখানো হয়েছে, “কালার রেভ্যুলুশন” নামক অহিংস বিপ্লবের নামে বিভিন্ন দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।”)
Внезапно (оригинал на немецком via @FatherIand) pic.twitter.com/qHskMW0xxd
— Stanislav Apetyan (@politrash) March 24, 2014
অকস্মাৎ!(দেখা যাচ্ছে এর গোড়াটা জার্মানীতে @ফাদারল্যান্ড)
#৭—রাশিয়ার ক্রীড়াপ্রেমীরা ইউক্রেনের পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেছে
Ого. Фанаты питерского Зенита сегодня развернули баннер в поддержку Украины pic.twitter.com/uQhB9myE4a
— Телеканал ДОЖДЬ (@tvrain) March 25, 2014
ওহ, ফুটবল দল জেনিথ সেন্ট পিটার্সবার্গ-এর সমর্থকরা ইউক্রেনের সমর্থনে একটি ব্যানার উন্মোচন করছে।
#৬ —মস্কোর আইন প্রণেতারা বিপজ্জনক ব্লগারদের কারাগারে সময় কাটানোর বিষয়টি বিবেচনা করছে।
В Мосгордуме предложили сажать на четыре года блогеров, недовольных решениями по Крыму http://t.co/OeaaKEBcN0 pic.twitter.com/6C95SyEjR6
— Телеканал ДОЖДЬ (@tvrain) March 27, 2014
মস্কোর নগর পরিষদের আইন প্রণেতারা সেই সমস্ত ব্লগারদের জন্য চার বছরের কারাদণ্ডের প্রস্তাব করছে, যারা ক্রিমিয়া বিষয়ে রুশ সিদ্ধান্তের বিরোধিতা করবে।
#৫ —রাশিয়ার একমাত্র স্বাধীন টেলিভিশন স্টেশন তার “নিজেকে বাঁচাও (এসওএস)” নামক অর্থ সাহায্যের দীর্ঘ আবেদন প্রচার করছে।
Как вы можете нам помочь прямо сейчас? 1) Поделиться ссылкой http://t.co/AA5zIvcDzz во всех ваших социальных сетях 2) Ретвитнуть этот твит
— Телеканал ДОЖДЬ (@tvrain) March 24, 2014
এই মূহুর্তে আপনি কি ভাবে আমাদের সাহায্য করতে পারেন? ১) আপনার সকল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে এই লিঙ্কটি ছড়িয়ে দিন, ২)এই টুইটটি পুনরায় টুইট করুন।
#৪ —ক্রিমিয়ার কার্যত প্রধানমন্ত্রীর ভুয়া টুইটার একাউন্ট থেকে ইয়ুলিয়া তিমোশেঙ্কোর ধারণ করা একটি ফোন কল ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনি জাতিগত রুশদের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন।
Важно. Тимошенко о русских на русском http://t.co/p5iCUeaRke
— Сергей Аксенов (@sergyaksenov) March 24, 2014
গুরুত্বপূর্ণ বিষয়! তিমোশেঙ্কো রুশ ভাষায় রুশদের সম্বন্ধে [কথা] বলছে।
#৩—ক্রিমিয়ার বেশ জনপ্রিয় অ্যাটর্নি জেনারেল নাতালিয়া পকলোনস্কায়ার ভুয়া টুইটার একাউন্ট থেকে আসা কঠিন বাক্য।
Если вдруг будут искать и не найдут, передайте дуракам – я каждый день с 8-00 до 22-00 на ул. Севастопольская 21. тел. 51-84-36. ))
— Наталья Поклонская (@NPoklonskaya) March 26, 2014
হঠাৎ যদি তারা [আমার] খোঁজ করা শুরু করে আর যদি [আমাকে] না পায়, তাহলে বোকাদের জানিয়ে দাও আমি প্রতিদিন [আমার কর্মস্থল] সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত, ২১ সেভাস্তাপোল সড়কে থাকি, আমার টেলিফোন নাম্বার ৫১-৮৪-২৬। 🙂
#২—রাশিয়ার সেরা রাজনৈতিক ব্লগার আলেক্সি নাভালনি, অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করেছে যা রাশিয়ার শাসক দলের দূর্নীতি উন্মোচন করেছে।
Ретвитни, если хочешь, чтоб все газеты в РФ выходили с такими полосами http://t.co/lC34uI8cm0 pic.twitter.com/J3eoYYwq4g
— Alexey Navalny (@navalny) March 26, 2014
যদি আপনারা চান রাশিয়ার সকল সংবাদপত্র এই ধরনের খবরের শিরোনাম করে, তাহলে এটি পুনরায় টুইট করুন, [সংবাদপত্রের শিরোনাম, “সংযুক্ত রাশিয়ার সদস্যদের প্রসাদ”]
#১—রেইন টিভির মালিক,আলেকজান্ডার ভিনোকুরভ রাশিয়ার সংখ্যালঘু নাগরিকদের সমবেত করার চেষ্টা করছে, যারা প্রচার মাধ্যমে সেন্সরশিপের বিরোধীতা করছে।
70% россиян считают, что в интересах государства допустимо искажать информацию в СМИ http://t.co/QTmgoWcOcf Ретвитните, если так НЕ считаете
— Винокуров Александр (@Vinokurov12) March 27, 2014
৭০ শতাংশ নাগরিক মনে করে যে প্রচার মাধ্যমে তথ্য বিকৃতি করা সঠিক একটি কাজ যদি রাষ্ট্রীয় উদ্দেশ্য করা হয় [জরিপের ফলাফলের লিংক]। যদি এই বিষয়ে আপনি দ্বিমত পোষণ করে থাকেন তাহলে এটি পুনরায় টুইট করুন।