- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ এডভোকেসীর জন্য ভিডিও তৈরির উপায় এবং উইটনেস ও রাইজিং ভয়েসেসের মাধ্যমে যেভাবে তা পরিবর্তন করা যায়

বিষয়বস্তু: ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, প্রযুক্তি, মানবাধিকার, জিভি অভিব্যক্তি

আপনি কি আপনার প্রচারাভিযানকে একটি বাস্তবতার রূপ দিতে ভিডিও ব্যবহার করতে চান? আপনি কি গল্প বলেন বা ক্যামেরা দিয়ে চিত্রগ্রহণ করেন – অথবা আপনার মোবাইল ফোন দিয়ে ?

#জিভিঅভিব্যক্তি এর এই পর্বে, উইটনেসের মাতিসে বুস্তস হাওকেড ও বুকেনি অয়ারুজি এবং রাইজিং ভয়েসেসের লরা মরিস এডভোকেসির জন্য ভিডিও ব্যবহার করার সময়ের মূল বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও কম ব্যান্ডউইথ সম্পন্ন এলাকায় কাজ করা অথবা কম এবং উচ্চ উভয় প্রযুক্তির মাধ্যমে শ্রোতাদের কাছে সেরা ভাবে পৌঁছানোর উপায় সহ নাগরিক সাংবাদিকদের জন্য যে সব সাধারণ সমস্যার মুখোমুখি হতে হয় সেসব কিছু সেই আলোচনায় উঠে এসেছে।  

এছাড়াও তারা কন্টেন্ট যাচাইয়ের গুরুত্ব এবং ভাল পদ্ধতির চর্চার ব্যাপারে আলোচনা করেছেন এবং প্রশ্ন ও উত্তর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার প্রশ্ন গ্রহণ করেছেন।