জামশেদ ডেনাইফারড নামের একজন ইরানী সৈনিককে এই সপ্তাহে হত্যা করা হয়েছে। তিনি এবং আরও চার জন সীমান্ত রক্ষীবাহিনী গত ফেব্রুয়ারি মাসে বালুচ সুন্নি মুসলিম বিদ্রোহী গ্রুপ, জয়শ আল-আদল (ন্যায়বিচারের আর্মি) দ্বারা পাকিস্তানের সীমান্তের কাছাকাছি অপহৃত হন।
এসব সৈনিকের মুক্তির বিনিময়ে বিদ্রোহীরা ইরান সরকারের কাছে তাঁদের সংগঠনের ৫০ জন বন্দীর মুক্তি দাবি করেছে। এছাড়াও তাঁদের দাবির মধ্যে রয়েছে অন্যান্য ৩০০ জন বন্দীর মুক্তি, যাদের তারা “সুনিত নাগরিক” হিসেবে বর্ণনা করেছে এবং ৫০ জন নারী, যারা সিরিয়ায় বিপ্লবী গার্ড জেলখানায় বন্দী রয়েছে।
জয়শ-আল-আদল (ইরানের একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করা হয়) সিস্তান-বেলুচিস্তানে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে, যেটি ইরানের বৃহত্তম এবং দরিদ্রতম একটি প্রদেশ। প্রদেশটিতে প্রায় ২০ লক্ষ সুন্নি-মুসলমান বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে ঐ এলাকার জাতিগত বালুচ ও সুন্নি মুসলিম বিদ্রোহীরা তেহরানের শিয়া সরকার থেকে আরো বেশি স্বায়ত্তশাসন দাবি করে আসছে।
ইরানীরা টুইটারে #ফ্রিইরানিয়ানসোলজারস হ্যাশট্যাগ ব্যবহার করে ডেনাইফারডের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং অন্যান্য চার সৈনিকের ভাগ্য নিয়ে ভীত মনোভাব ব্যক্ত করেছে। কিছু লোক তাঁদের সমর্থন করে টুইটার (উপরের ছবিতে যেমন) আর্টওয়ার্ক শেয়ার করেছেন।
টুইটারে মাসুদ বলেছে, খুন হওয়া সৈনিকটি একটি অল্প বয়স্ক শিশুর পিতা, যে তার নবজাত সন্তানকে আর কখনই দেখার সুযোগ পাবে না। তিনি টুইট করেছেন:
#FreeIranianSoldiers How sad is the way world don't care death of a father who didn't see his new born, unnamed child!
— Masood (@luckybuilding) March 26, 2014
কি যে দুঃখের বিষয়, পৃথিবী এক পিতার মৃত্যুকে কোন গুরুত্বই দিল না! যে তার নতুন জন্ম নেওয়া, নামবিহীন সন্তানকে দেখতে পেল না। #ফ্রিইরানিয়ানসোলজারস
সগ পা সৈন্যদের মুক্তির প্রত্যাশা কম বলে টুইট করেছেন:
اگه به جای 5 تا #سرباز 2 تا #آخوند #گروگان گرفته بودن دولت زودی 1000 تا #زندانی آزاد میکرد. فوقش هم 2 تا #ملا میمرد. به درک خب! #مرزبان
— Sgh Pa (@pa_sgh) March 25, 2014
তারা পাঁচজন সৈন্যের পরিবর্তে যদি দুজন মোল্লা [আলেম] নিত, তবে সরকার [তাদের ফিরে পেতে] ১,০০০ বন্দীকে মুক্তি দিত।
মোহাম্মদ আলী শাবানি তেহরানের পাকিস্তান দূতাবাসের সামনে একটি প্রতিবাদ সম্পর্কে টুইট করেছেনঃ
Iranian social media users urge silent protest in front of Pakistani embassy in #Tehran on Thurs 3pm. #FreeIranianSoldiers
— Mohammad Ali Shabani (@mashabani) March 26, 2014
ইরানের সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা বৃহস্পতিবার বেলা ৩ টায় তেহরানের পাকিস্তান দূতাবাসের সামনে নীরব প্রতিবাদ জানিয়েছে।