ইরানের একজন সৈনিকের মৃত্যুর পর অবশিষ্ট চার জন বন্দীর মুক্তি দাবী

source: Nima Arabi, Twitter

সূত্রঃ টুইটারের মাধ্যমে নিমা আরাবি

জামশেদ ডেনাইফারড নামের একজন ইরানী সৈনিককে এই সপ্তাহে হত্যা করা হয়েছে। তিনি এবং আরও চার জন সীমান্ত রক্ষীবাহিনী গত ফেব্রুয়ারি মাসে বালুচ সুন্নি মুসলিম বিদ্রোহী গ্রুপ, জয়শ আল-আদল (ন্যায়বিচারের আর্মি) দ্বারা পাকিস্তানের সীমান্তের কাছাকাছি অপহৃত হন।

এসব সৈনিকের মুক্তির বিনিময়ে বিদ্রোহীরা ইরান সরকারের কাছে তাঁদের সংগঠনের ৫০ জন বন্দীর মুক্তি দাবি করেছে। এছাড়াও তাঁদের দাবির মধ্যে রয়েছে অন্যান্য ৩০০ জন বন্দীর মুক্তি, যাদের তারা “সুনিত নাগরিক” হিসেবে বর্ণনা করেছে এবং ৫০ জন নারী, যারা সিরিয়ায় বিপ্লবী গার্ড জেলখানায় বন্দী রয়েছে।  

জয়শ-আল-আদল (ইরানের একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করা হয়) সিস্তান-বেলুচিস্তানে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে, যেটি ইরানের বৃহত্তম এবং দরিদ্রতম একটি প্রদেশ। প্রদেশটিতে প্রায় ২০ লক্ষ সুন্নি-মুসলমান বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে ঐ এলাকার জাতিগত বালুচ ও সুন্নি মুসলিম বিদ্রোহীরা তেহরানের শিয়া সরকার থেকে আরো বেশি স্বায়ত্তশাসন দাবি করে আসছে।

ইরানীরা টুইটারে #ফ্রিইরানিয়ানসোলজারস হ্যাশট্যাগ ব্যবহার করে ডেনাইফারডের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং অন্যান্য চার সৈনিকের ভাগ্য নিয়ে ভীত মনোভাব ব্যক্ত করেছে। কিছু লোক তাঁদের সমর্থন করে টুইটার (উপরের ছবিতে যেমন) আর্টওয়ার্ক শেয়ার করেছেন।

টুইটারে মাসুদ বলেছে, খুন হওয়া সৈনিকটি একটি অল্প বয়স্ক শিশুর পিতা, যে তার নবজাত সন্তানকে আর কখনই দেখার সুযোগ পাবে না। তিনি টুইট করেছেন:

কি যে দুঃখের বিষয়, পৃথিবী এক পিতার মৃত্যুকে কোন গুরুত্বই দিল না! যে তার নতুন জন্ম নেওয়া, নামবিহীন সন্তানকে দেখতে পেল না। #ফ্রিইরানিয়ানসোলজারস  

সগ পা সৈন্যদের মুক্তির প্রত্যাশা কম বলে টুইট করেছেন: 

তারা পাঁচজন সৈন্যের পরিবর্তে যদি দুজন মোল্লা [আলেম] নিত, তবে সরকার [তাদের ফিরে পেতে] ১,০০০ বন্দীকে মুক্তি দিত।  

abducted soldiers

অন্যান্য বন্দীদের সাথে জামশেদ ডেনাফারড। ছবিটি শেয়ার করেছেন 55online.ir

মোহাম্মদ আলী শাবানি তেহরানের পাকিস্তান দূতাবাসের সামনে একটি প্রতিবাদ সম্পর্কে টুইট করেছেনঃ  

ইরানের সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা বৃহস্পতিবার বেলা ৩ টায় তেহরানের পাকিস্তান দূতাবাসের সামনে নীরব প্রতিবাদ জানিয়েছে।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .