নিখোঁজ মালয়েশিয়ান বিমান এমএইচ৩৭০ এর জন্য বৈশ্বিক সংহতি

Trendsmap showing global Twitter discussion on MH370

পৃথিবী জুড়ে এমএইচ৩৭০ কে নিয়ে টুইটারে আলোচনার ট্রেন্ডম্যাপ

মালয়েশিয়ান এয়ারলাইনের একটি উড়োজাহাজ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। বিমানটি নিখোঁজ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ কেটে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো বিমানটিকে বা তাঁর ২৩৯ জন আরোহীর কাউকেই খুঁজে পেতে সক্ষম হয়নি। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে খোঁজাখুঁজির চেষ্টা করে বিফল হওয়ার পর ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি খোঁজার কাজ আরও বর্ধিত করা হয়েছে। বিমানটি যেখানে সর্বশেষ রাডারে ধরা পরেছে, সে জায়গার আশেপাশে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুঁজে কিছুই পাওয়া যায়নি।

এর প্রধান কারন হচ্ছে এমএইচ৩৭০ বিমানটির অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষের কাছে তথ্য উপাত্তের অভাব। অনেকেই অনুমান করে কাজ করছে। এই বিমানটির রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া সম্পর্কে ব্যাখ্যা দাঁড় করাতে অন্যান্যরা অপেক্ষাকৃত কম বিশ্বাসযোগ্য বিভিন্ন তত্ত্ব খুঁজছে। এমএইচ৩৭০ বিমানের যাত্রীদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের দূর্দশায় ভুল তথ্যগুলো যেন আরও যন্ত্রণা যোগ করছে। তাদের আত্মীয় স্বজনদের কেউ কেউ নিখোঁজ বিমানটি খোঁজার সম্পর্কে কোন ইতিবাচক খবর না পেয়ে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। 

সারা বিশ্ব থেকে তাদের প্রতি যে সংহতি এবং সমর্থনের বার্তা পাঠানো হচ্ছে, তা সম্ভবত তাদেরকে এই সংকটময় মুহূর্তটিতে টিকে থাকতে অনুপ্রেরণা দিচ্ছে এবং সাহস যোগাচ্ছে।

যেসব দেশ এমএইচ৩৭০ বিমানটিকে খুঁজে বের করতে মালয়েশিয়াকে সহযোগীতা করছে, তাদের সকলের প্রতি প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেনঃ 

আজ অবধি ১৪ টি দেশ, ৪৩ টি জাহাজ এবং ৫৮ টি উড়োজাহাজ এই খোঁজাখুঁজিতে অংশ নিয়েছে। এমন একটি সংকটময় মুহূর্তে আমি এই দেশগুলোর সরকারকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে চাই। 

সারা বিশ্ব থেকে মালয়েশিয়া যে সহায়তা পেয়েছে তাতে অভিভূত হয়ে সুসান এনজি এ. সুয়ান লিখেছেনঃ 

সারা বিশ্বের বিভিন্ন জাতি এবং জনগণ একত্রিত হয়ে এমএইচ৩৭০ বিমানটি খোঁজা ও উদ্ধার অভিযানে কাজ করতে দেখার বিষয়টি আসলেই হৃদয়কে উদ্বেলিত করে তুলেছে।

এমএইচ৩৭০ বিমানটিকে খুঁজতে আকাশ, সমুদ্র এবং মাটিতে অবিশ্রান্ত ভাবে হন্যে হয়ে খুঁজে বেড়ান দেশগুলোর প্রতি আমার অনেক ধন্যবাদ।

সারা বিশ্বের ২.৩ মিলিয়ন লোক, যারা হন্য হয়ে খুঁজছে এবং স্যাটেলাইটে তুলে ধরা ছবিগুলো তন্ন তন্ন করে পরীক্ষা করে অক্লান্তভাবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, তাদের প্রতিও রইলো আমার অনেক অনেক ধন্যবাদ।

মানবতার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি উজ্জ্বল উদাহরণ।

Filipino students hold a candle lighting ceremony in honor of passengers of MH370. Photo from Kathy Yamzon

এমএইচ৩৭০ এর যাত্রীদের সম্মানে ফিলিপিনো শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করছে। ছবিঃ কাথি ইয়ামজন।  

এমএইচ৩৭০ বিমানটির প্রধান খাদ্য পরিবেশনকারীর মেয়ের একটি টুইটার বার্তা ইংল্যান্ডের লিভারপুল ক্লাবকে বেশ স্পর্শ করেছেঃ  

রবিবার রাতে #এমএইচ৩৭০ বিমানটির প্রধান খাদ্য পরিবেশনকারী এন্ড্রু নারির মেয়ে মাইরা যে টুইটটি করেছে – সেটি আমাদের হৃদয়কে স্পর্শ করেছে।

#প্রেফরএমএইচ৩৭০ হ্যাশট্যাগটি ব্যবহার করে অনেক ইন্টারনেটবাসী নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীদের আত্মীয় স্বজনদেরকে প্রতি সহমর্মিতা জানাচ্ছেন। এটির মাধ্যমে হারিয়ে যাওয়া এমএইচ৩৭০ বিমানটির জন্য সারা বিশ্বের মানুষের সমবেদনা এবং উদ্বেগ প্রকাশ পেয়েছে। মালয়েশিয়ার জন্য সহযোগীতা প্রদানকারী বিভিন্ন দেশ থেকে পাঠানো কিছু ছবি নিচে দেয়া হলঃ 

#এমএইচ৩৭০ বিমানটির জন্য প্রার্থনা … #সিরিয়া

#এমএইচ৩৭০ বিমানটির জন্য মঙ্গল কামনা করে ভারতীয় বালু শিল্পী সুদর্শন পাটনায়েক যে বালু শিল্পটি তৈরি করেছেন, সেটিকে তিনি হাতের নিখুঁত স্পর্শে আরও ফুটিয়ে তুলছেন।

হারিয়ে যাওয়া মালয়েশিয়ান এমএইচ৩৭০ বিমানটির যাত্রীদের প্রতি ফিলিপিনো শিল্পীর শ্রদ্ধা প্রদান। ড্যানি পাটার তোলা ছবি। 

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দায়িত্ব নিয়োজনের জন্য একত্রিত করা হচ্ছে! মহৎ কাজের অংশীদার হন! 

#এমএইচ৩৭০ বিমান, সারা বিশ্ব তোমার জন্য প্রার্থনা করছে।

#এমএইচ৩৭০ একটি বৈশ্বিক প্রতিক্রিয়া। দেখুন কীভাবে তারা সবাই এই ইনফোগ্রাফিকে একত্রিত হয়েছে। 

#এমএইচ৩৭০ বিমানটির সকল যাত্রী এবং কুয়ালালামপুর বিমান বন্দরে অপেক্ষমাণ তাদের প্রিয়জনদের প্রতি অনেক আশার বাণী এবং প্রার্থনা রইল। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .