- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

স্থানীয় কনটেন্ট প্রদর্শক হিসেবে ফ্লিপবোর্ডে যুক্ত হচ্ছে গ্লোবাল ভয়েসেস

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, ভাষা, ঘোষণা
Flipboard Italian content guide

ফ্লিপবোর্ডের ইতালিয়ান ব্যবহারকারীরা সুপারিশ ফিড সংবাদ বিভাগে স্পষ্টরূপে তালিকাভুক্ত গ্লোবাল ভয়েসেস পাবেন। 

এই মাস থেকে শুরু করে, ট্যাবলেট এবং স্মার্ট ফোনে ফ্লিপবোর্ড [1] নামের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন এমন ​​লাখ লাখ মানুষের কাছে গ্লোবাল ভয়েসেসের (বিভিন্ন ভাষায়) কথা সুপারিশ করা হবে। এটি করা হবে তাঁদের একটি “ম্যাগাজিনের” অভিজ্ঞতা তৈরি করতে, যেটি তাদের প্রিয় মিডিয়া এবং সামাজিক মিডিয়া কন্টেন্টগুলোকে এক জায়গায় সম্মিলন ঘটাবে।     

উদাহরণস্বরূপ, ইতালিয় ব্যবহারকারীদের কাছে ইতালিয়ান গ্লোবাল ভয়েসেস [2] ব্যবহারের পরামর্শ থাকবে এবং ব্রাজিলের ফ্লিপবোর্ড ব্যবহারকারীদের কাছে গ্লোবাল ভয়েসেস পর্তুগিজ [3]ব্যবহারের পরামর্শ থাকবে। পত্রিকা বিন্যাসে গ্লোবাল ভয়েসেসের মাধ্যমে ব্রাউজ কেমন দেখায় তা আপনি এখানে দেখতে পারবেন [4]

ফ্লিপবোর্ড বলছে, প্রাথমিকভাবে গ্লোবাল ভয়েসেস জাপান, হংকং, তাইওয়ান, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, ইতালি, রাশিয়া এবং আরব দেশের ব্যবহারকারীদের জন্য এই কন্টেন্ট গাইড যুক্ত করবে।

গ্লোবাল ভয়েসেস পৃথিবী জুড়ে বর্তমানে ৩০ টিরও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে। এর জন্য আমাদের অসাধারণ স্বেচ্ছাসেবক সম্পাদক এবং আমাদের লিঙ্গুয়া প্রকল্পের [5] অনুবাদকদের ধন্যবাদ। আমরা একসঙ্গে সারা বিশ্ব থেকে স্থানীয় নাগরিক মিডিয়া এবং গল্পগুলোকে একটি সত্যিকারের আন্তর্জাতিক পাঠক বর্গের কাছে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছি।

আমাদের সাথে যোগ দিন! [6]