- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কোড যুগের অনুরাগঃ নিরাপদ যোগাযোগের একটি কবিতা

বিষয়বস্তু: অ্যাডভোকেসী, নজরদারী, নাগরিক মাধ্যম, মানবাধিকার, জিভি এডভোকেসী

স্নেডেন পরবর্তী যুগে ভালবাসা সম্পর্কে একটি কবিতা সমন্বিত এই ভ্যালেন্টাইনস কার্ডটি নিরাপদ যোগাযোগের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে প্রকাশিত হয়েছে [1]। কবিতাটি লিখেছেন নেট নাগরিক স্কাইলার্ক১৮৪৮। কবিতার নকশা এবং অলংকরণ [2] করেছেন শিল্পী এক্সপেকট্রো [3]। 

কোড যুগের অনুরাগ

তোমাকে সঙ্গে নিয়ে আমি একা নই

এই ট্রান্সফার প্রোটোকলটি শিকারে পরিণত হয়েছে

বিভিন্ন এআরপি’র আক্রমণের

নিরাপত্তার নামে যেগুলো চালু হয়েছে।

আমার পুরো ঠিকানার তালিকা গোপনে লুকনো ছিল

আমার ডিএন / এ / এস তে

যেটি আমি শুধুমাত্র তোমার সাথে শেয়ার করার আকাঙ্ক্ষায় ছিলাম।

তারা এটা পেয়ে গেছে। সব উড়ে গেছে।

আমার কানে কানে তোমার বলে যাওয়া প্রথম কথাটিও এক বছর হতে চলল যে পিজিপি এখন আর ব্যবহৃত হয় না। আমাদের এক্সএমপিশন্স নাই। তাই, প্রিয়তমা, তুমি কি আমার বার্তা পেয়েছো ? সার্ভার কি জানে ?

এবং এখন, সম্ভবত এইচটিপিপিএস আমার বার্তা রক্ষা করে কিন্তু আমার পরিচয় নয়। সাড়া বিশ্বের টানেল থেকে আসা বিটের বিকেন্দ্রীভূত ইট থেকে নির্মিত এটি একটি সুরক্ষিত চ্যাট রুম নয়।

তারা তোমার ও আমার জন্য এই চ্যানেল তৈরি করেছে। আমরা যখন একে অপরের সাথে ভিডিও কথোপকথনে মেতে উঠি, তখন তারা আমাদের দেখে। সংযোগটি ধীরে ধীরে চলে এবং তুমি তা লগ ইন এবং অফ কর।

আমাদের চাবিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সম্পর্কে তুমি যা কিছু জানো তার সবটুকু মুছে ফেলা হবে। তোমার মস্তিষ্ক ফরম্যাট দাও এবং সব ড্রাইভের উপর লিখে রাখ। ভাসমান যথেচ্ছ সংখ্যা দিয়ে তোমার ডিস্কের জায়গা পূরণ কর।

একটি ক্লিক কর: নিশ্চিত হইও না।
আমি তোমায় ভালোবাসি এটা তাদের বলব না।

শুভ বিদায় ওটিআর। 

Love in the Time of Code Era