- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্রতিযোগিতাঃ রাউন্ড আপের পুনঃ নামকরণ করতে সহযোগিতা করুন!

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, রাইজিং ভয়েসেস

“রাইজিং ভয়েসেস নিউজ লেটারের নামকরণে সহায়তা” প্রতিযোগিতা 

আপনি হয়তোবা লক্ষ্য করে থাকবেন যে অনলাইনে আমরা যেসব তথ্য সম্পদ পেয়েছি সেগুলো এবং আমরা যেসব গল্প প্রকাশ করে থাকি, সেগুলোকে একত্রিত করে গত কয়েক মাস ধরে দুই সপ্তাহ অন্তর পোস্ট করা শুরু করেছি। আমরা এটাকে “রাইজিং ভয়েসেস রাউন্ড আপ” [1]নাম দিয়েছি। আমরা আশা করি এই পদক্ষেপটি আপনাদের জন্য বেশ উপকারী হয়ে উঠবে।   

এখন ব্যাপারটি এই যে, আমরা এটা নিয়ে চেষ্টা করেছি (এবং আমরা এটা নিয়ে চেষ্টা করতে পছন্দ করি) – এই নিউজ লেটারটির জন্য আমাদের একটি নাম দরকার। এমন একটি নাম যা রাইজিং ভয়েসেস এবং আমাদের সম্প্রদায়ের সৃজনশীলতাকে যথাযথভাবে প্রতিফলিত করে! আমরা এমন কিছু খুঁজছি, যা আরেকটু বেশি কৌতুক পূর্ণ এবং আকর্ষনীয় হবে।

সম্প্রদায়ের নেতৃত্ব প্রদানকারী, দল কর্তৃক চালিত প্রকল্পগুলোকে সমর্থনের উপর আমাদের দৃষ্টি দেয়ার বিষয়ে চিন্তা করে আমরা চাই প্রত্যেকে একটি নুতন নাম দিয়ে আমাদের সহযোগিতা করুন। 

তাই আমরা যে শুধুমাত্র সবার মাঝ থেকে উঠে আসা চিন্তাধারা খুঁজে বের করতে চাইছি, তা নয় বরং আমরা এটিকে একটি প্রতিযোগীতা হিসেবে শুরু করতে যাচ্ছি। এ প্রতিযোগীতায় অনেক পুরষ্কারের ব্যবস্থা থাকবে!

প্রতিযোগীতার বিবরণঃ

আমরা এমন একটি নাম খুঁজছি যা রাইজিং ভয়েসেসে আমাদের কাজকে প্রতিফলিত করে। নামটি সংক্ষিপ্ত (১-২ টি শব্দে), সৃজনশীল এবং কৌতুক পূর্ণ হতে হবে! 

অনুগ্রহ করে ৩০ সেপ্টেম্বরের আগে আপনার প্রস্তাবিত নাম এবং চিন্তাধারা এখানে সংযুক্ত করুনঃ 

আপনার চিন্তাধারা জানাতে [2] এখানে ক্লিক করুন

পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে আপনাকে এই সাইটটিতে নিবন্ধন করতে হবে। নতুবা আপনার ভোট নিবন্ধিত হবে না। আপনি যতটি ইচ্ছা ততোটি নামের প্রস্তাব জমা দিতে পারবেন! যদি এই প্রতিযোগীতায় দুইজন লোক একই নাম প্রস্তাব করে তবে যে নামটি আগে নিবন্ধন করা হয়েছে, আমরা শুধুমাত্র সেটিকে গণনায় রাখব। অন্যদের প্রস্তাবিত চিন্তাধারাতে আপনি মন্তব্য করতে এবং ভোটও দিতে পারবেন। (আপনার ইচ্ছামতো বন্টন করে আপনি সর্বোচ্চ দশটি ভোট দিতে পারবেন)

প্রতিযোগীতার পুরস্কারসমুহঃ

যে চিন্তাধারাগুলো পোস্ট করা হয়েছে সেগুলোর মধ্য থেকে বিজয়ী প্রস্তাবনাটি বাছাই করবেন রাইজিং ভয়েসেসের কর্মকর্তাবৃন্দ এবং প্রদায়কেরা।

বিজয়ী ব্যক্তিকে পুরষ্কার হিসেবে গ্লোবাল ভয়েসেসের সহ-প্রতিষ্ঠাতার লেখা দুইটি বইয়ের সমন্বয়ে একটি প্যাকেজ প্রদান করা হবেঃ 

এবং এলোমেলোভাবে বাছাইকৃত পাঁচজন অংশগ্রহণকারীকে গ্লোবাল ভয়েসেসের অধ্যবসায়ী ব্যক্তি হিসেবে খেতাব প্রদান করা হবে।

(মনে রাখবেন আপনি যেন অবশ্যই নিবন্ধন করবেন, যেন আমরা বিজয়ী ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি)।

শুভকামনা রইলো!