- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তি: শুভ হোক ওয়েবের ২৫ তম জন্মদিন!

বিষয়বস্তু: আইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, বাক স্বাধীনতা, ভাল খবর, মানবাধিকার, জিভি অভিব্যক্তি

এ বছর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ২৫ তম জন্মদিন! জিভি অভিব্যক্তির এই সংস্করণে, গ্লোবাল ভয়েসেসের দীর্ঘকালের পুরাতন কর্মীরা ওয়েবের সঙ্গে তাদের প্রথম দিকের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং একটি প্রতিষ্ঠান হিসেবে গত (প্রায়) দশ বছরে আমাদের সব কিছু করতে এটি সক্ষম করে তুলেছে। ওয়েব ডেভেলপার এবং ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন আর্চির উদ্ভাবক হচ্ছেন অ্যালান এম্তেজ। ওয়েবের একজন পথিকৃৎ হিসেবে বার্বাডোস থেকে তিনি তার অভিজ্ঞতার ব্যাপারে আমাদের সাথে কথা বলেছেন। এছাড়াও গ্লোবাল ভয়েসেসের কমিউনিটি নেতা রেনাটা আভিলা এবং ফ্রি প্রেস ইন্টারনেট প্রচারাভিযানের পরিচালক জোশ লেভি আমরা যে ধরণের ওয়েব চাই (ওয়েব উই ওয়ান্ট) প্রচারাভিযান সম্পর্কে আমাদের অনেক কিছু জানিয়েছেন। এই ওয়েব উই ওয়ান্ট প্রচারাভিযানটি হচ্ছে মানবাধিকার ও ইন্টারনেট বিষয়ে বৈশ্বিক কথোপকথন প্রচার করার একটি নতুন প্রচেষ্টা।