- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

“যে যাত্রা তিনি কখনও ভুলবেন না”: রাশিয়ার লোক ভুল করে তাজিকিস্তানে

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, তাজিকিস্তান, কৌতুক, নাগরিক মাধ্যম, ভ্রমণ

রাশিয়ান একজন নাগরিক আজ দক্ষিণ রাশিয়ার পরিবর্তে নিজেকে তাজিকিস্তানে আবিষ্কার করে বিস্ময়ের ধাক্কা খেয়েছেন। তিনি ভেবেছিলেন যে তিনি রাশিয়ার দক্ষিণ অঞ্চলে পৌঁছেছেন। ভুল ফ্লাইটে উঠে পড়া এই ​​যাত্রীর খবর জেনে অনেক মানুষের মাঝে হাস্যরস দেখা দিয়েছে।

সংবাদ সংস্থা এশিয়া প্লাসের [1] [রুশ] তথ্যানুযায়ী, ইভগেনি সামস্কিন ইয়াকুস্ক থেকে মস্কো হয়ে দক্ষিণ রাশিয়ান শহর কুরজানের [2] উদ্দেশে ভ্রমণ করছিলেন। মস্কোর এয়ারপোর্টে ১৯ বছর বয়সী ছাত্রটি ভুল করে দক্ষিণ তাজিকিস্তানের কুরজান-টিউবে [3] শহরের ভুল গন্তব্যের টিকেট কিনে ফেলেন। টিকেট দুবার নিরীক্ষণ ছাড়াই সামস্কিন ফ্লাইটে উঠে পড়েন এবং তাজিকিস্তানে চলে আসেন। মজার ব্যাপার হল, এয়ারপোর্ট থেকে প্রস্থান করার পূর্বে তিনি যে বিদেশে চলে এসেছেন তা ঘুণাক্ষরেও টের পাননি। 

ব্যর্থ: কুরজানের পরিবর্তে কুরজান-টিউবেতে http://t.co/QNjCVQE5FC [4]

রুশ লোকটি কুরজানে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি কুরজান-টিউবেতে এসে পৌঁছেছেন। তিনি হাজার হাজার তাজিকদের দেখেছেন এবং এখনও মনে করছেন যে তিনি রাশিয়ার মধ্যেই রয়েছেন। 

এই লোকটি নিশ্চয় রাশিয়ার কুরজানের পরিবর্তে তাজিকিস্তানের কুরজান-টিউবে অবতরণ করে প্রচণ্ড ধাক্কা খেয়েছেন। 

কুরজানের পরিবর্তে কুরজান-টিউবেত? সত্যি? ছেলে, ফ্লাইট ছাড়ার আগে তুমি কি খেয়েছো?

আফগান সীমান্ত পারা হবার পর তাঁর জ্ঞান ফিরলে বেশি মজা হত [কুরজান-টিউব ত সীমান্ত থেকে বেশি দূরে নয়]। 

আমাদের [লোক] কুরজানে যাওয়ার পথে তাজিকিস্তানে চলে গেছে।  তিনি এখন ইয়াখুটস্ক এবং রাশিয়া জুড়ে সংবাদ তারকা। 

যে যাত্রা তিনি কখনও ভুলবেন নাঃ http://t.co/MveTRLZO4A [13]