- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গোড্যাডি’র সহযোগীতায় মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সক্রিয় কর্মীদের ওয়েবসাইট সেন্সর

বিষয়বস্তু: মেক্সিকো, অ্যাক্টিভিজম, অ্যাডভোকেসী, আইন, নাগরিক মাধ্যম, জিভি এডভোকেসী

মেক্সিকোতে সক্রিয় কর্মীরা নিশ্চিত করেছেন যে মেক্সিকো সরকার মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাসের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এবং গোড্যাডি ডট কম’এর বেগবান সহযোগীতায় ১ডিএমএক্স ডট ওআরজি [1] সাইটটিকে সেন্সর করেছে। এটি এমন একটি সাইট, যা খবরা খবর, ধারাভাষ্য এবং আলোচনার মঞ্চ হিসেবে সেবা প্রদান করে আসছে। বিশেষ করে, ২০১৩ সালের ডিসেম্বর মাসের শুরুতে সামাজিক অস্থিরতার দিনগুলোতে এটি বিভিন্ন খবর, ধারাভাষ্য এবং আলোচনার মঞ্চ হিসেবে সেবা প্রদান করেছে। সক্রিয় কর্মীদের বিরুদ্ধে চালানো অন্যায় আচরণের প্রমাণ স্বরূপ [2]রয়ে যাওয়া বিস্তারিত দলিল সাইটটি থেকে মুছে দেয়া হয়েছে। তারা মেক্সিকোতে নিরাপত্তা কর্তৃপক্ষের দাপ্তরিক সংস্করণটিও নষ্ট করে দিয়েছে। 

সাইটটির পরিচালনাকারীরা গ্লোবাল ভয়েসেসের কাছে ব্যাখ্যা করেছে যে গোড্যাডি’র কাছ থেকে এ সম্পর্কে কোন পরিষ্কার এবং স্বচ্ছ উত্তর পাওয়া যায়নিঃ

সর্ব প্রথম একটি ইমেইল পাঠিয়ে গোড্যাডি ডট কম পাল্টা যুক্তি দিয়ে বলেছে যে সাইটটি সেবা প্রদানের শর্ত সমূহ লঙ্ঘন করায় এটিকে সেন্সর করা হয়েছে। তথাপি, এর পরের দিন দ্বিতীয় একটি ইমেইল পাঠিয়ে কোম্পানিটি সত্য প্রকাশ করেছে। তারা বলেছে, ডোমেইনটি সাময়িকভাবে বরখাস্ত করার পেছনের কারন হচ্ছে, এখন একটি আইন কার্যকরীকরণ তদন্ত চলছে। এই তদন্তের পেছনে থাকা কর্তৃপক্ষ অথবা এই তদন্ত কাজের উদ্দেশ্য কোন কিছু সম্পর্কেই কোন স্পষ্ট জবাব এই উত্তরে দেয়া হয়নি। গোড্যাডি ডট কম বলছে, কেউ যদি আরও তথ্য জানতে চায় তবে মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাসে মাতৃভূমি নিরাপত্তা তদন্তকারী বিশেষ প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারে। সেই প্রতিনিধির সাথে যোগাযোগ করা হয়েছে। তথাপি, যৌক্তিকতা প্রদান করা যায় না এমন জড়তা নিয়ে তিনি এ বিষয়ে কোন তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছেন।   

সাইটটির পরিচালকেরা মেক্সিকোতে সচরাচর পাওয়া যায় এমন প্রাসঙ্গিক ও বৈধ নির্মাণ কৌশল ব্যবহার করেছেন। কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে ইস্যু করা একটি অর্ডারে এ বিষয়ে তথ্য জানাতে বলা হয়েছে। কিন্তু এই ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

আজ সত্য ঘটনা প্রকাশিত হয়েছে। গোড্যাডি ডট কম নিশ্চিত করেছে যে মেক্সিকান যে সংস্থাটি ১ডিএমএক্স ডট ওআরজি সাইটটিকে সেন্সর করতে মার্কিন সরকারকে অনুরোধ করেছে সেটি প্রযুক্তিগত প্রতিক্রিয়ার উপর বিশেষায়িত একটি কেন্দ্র। জাতীয় নিরাপত্তা কমিশনের মাধ্যমে স্বরাষ্ট্র সচিবালয় সেন্সর কাজটি বাস্তবায়ন করেছে। তাই কমিশনার ম্যানুয়েল মনদ্রাগনকে ১ডিএমএক্স ডট ওআরজি সাইটটিকে সেন্সর করার জন্য দায়ী করা উচিৎ।

Screen Shot 2014-03-04 at 12.39.14 PM

মেক্সিকোতে হাওয়ার উপর বসে এধরনের সেন্সর কাজ করা হচ্ছে না। সরকার কড়া নজরদারির জন্য ফিনফিশার [3] এবং রিমোট চালিত ব্যবস্থার [4] মতো বাস্তবধর্মী ব্যবস্থা সমূহ তৈরি করেছে।   

সাম্প্রতিক সময়ের প্রকাশিত সত্যটি মেক্সিকোর নাগরিকদের জন্য বেশ চিন্তার বিষয়। কেননা এই হিংস্রতার মুখে এটি বাক স্বাধীনতার জন্য একটি আশঙ্কাজনক পরিস্থিতি। মাঝে মাঝে নাগরিকেরা নিয়মিতভাবে যেসব দমন মূলক বাস্তবতার সম্মুখীন হোন, সেখানে এটি আসলেই একটি আশঙ্কাজনক পরিস্থিতি। কিন্তু গোড্যাডি’র ব্যবহারকারীদের অনেকেই বিশ্বাস করতে পারবে না যে কোম্পানিটি এই প্রক্রিয়া এবং এমন একটি পরিস্থিতিতে আইনের অনুশাসনকে সমর্থন করবে। পাশাপাশি তাদের মাঝে এই ঘটনাটি ব্যাপক সচেতনতাও সৃষ্টি করবে।