
সিরিয়ার রাজধানী দামাস্কাসে হারেম আল-সুলতান অনুকরণে দেয়া পার্টির গ্রুপ ছবি। ছবি নেয়া হয়েছে আলসুলতা আলরাবেয়া'র ফেসবুক পেজ থেকে।
সিরিয়ার রাজধানী শহর দামাস্কাসে ১৮ মিলিয়ন সিরিয়ান টাকা (এক লক্ষ ৬৫ হাজার ডলার) খরচ করে পার্টি দেয়ার খবর শুনে সিরিয়ার অনেক মানুষ বিস্মিত হয়েছেন। তুর্কি সোপ অপেরা “হারেম আল সুলতান” অনুকরণে এই পার্টি দেয়া হয়। এদিকে যুদ্ধাক্রান্ত সিরিয়ায় প্রতিদিনই অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। অনেকে নিত্যদিনের খাবারের সংস্থান করতে পারছেন না।
২০১৩ সালের নভেম্বর মাসে সিরিয়ার একদল বনেদি পরিবার এই পার্টির আয়োজন করেন। পার্টিতে অংশগ্রহণকারীদের পোশাক-আশাক, সাজগোজ এবং পানীয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। তবে যেখানে পার্টি অনুষ্ঠিত হয়, তার কয়েক কিলোমিটার দূরে ইয়ারমুক শরণার্থী শিবিরে শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছিল।
থরতালসোরিয়েনালাহরার, সিরিয়া সংবাদ, আকসালসার, আল-মারএসডি এবং অলফরসিরিয়া এর মতো আরবি ভাষার কিছু ওয়েবসাইট এবং সংবাদমাধ্যম জমকালো পোশাকের ছবি নিয়ে সংবাদ প্রকাশ করে। আলসুলতা আলরাবেয়া ফেসবুকে অনুষ্ঠানে আগত অতিথিদের ছবি প্রকাশ করে।
সিরিয়ান শিল্পী জালাল আলতাউইল তার ফেসবুক পেজে পার্টির বিস্তারিত বর্ণনা দিয়েছেন:
آل الدباس في مدينة دمشق تقيم حفلاً تطلق عليه اسم “حريم السلطان” تدعو إليه العائلات الدمشقية العريقة , وتبدو في الصورة شذا المعلم بنت وزير الخارجية السوري , وعائلة الشيخ غزال وآل الحفار , الحفل أُقيم في منتجع يعفور وتكلفته الاجمالية مع تكلفة الالبسة التي تم تصميمها على ايدي ايلي صعب وزهير مراد وتم نقلها من اوروبا الى دمشق بلغت حوالي 18 مليون ليرة سورية. دمشق. يعفور .
দামাস্কাস শহরের দাব্বাস পরিবার দামাস্কাসের বিখ্যাত পরিবারদের উদ্দেশ্যে “হারেম আল সুলতান” থিমের অনুকরণে একটি পার্টির আয়োজন করেছিলেন। এই ছবিতে আপনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুল্লেমের মেয়ে শাজা মুল্লেম, শেখ ঘাজাল এবং হাফার পরিবারকে দেখতে পাবেন। দামাস্কাস শহরতলীর ইয়াফুর রিসোর্টে এই পার্টি অনুষ্ঠিত হয়েছিল। ইউরোপ থেকে আনা এলি সাব এবং জুহেয়ার মুরাদের করা ডিজাইন পোশাকসহ অনুষ্ঠানে মোট খরচ হয়েছিল আনুমানিক ১৮ লাখ সিরিয়ান টাকা।
সিরিয়ান অবজারভার লিখেছে, অনুষ্ঠানে হারেম আল-সুলতানের মতো করে সব করা হয়েছে। এটা দামাস্কাস শহরের বাসিন্দাদের জীবনকে প্রতিনিধিত্ব করে না। অবজারভার তাদের প্রতিবেদনে পার্টিতে অংশ নেয়া কয়েকজনের মন্তব্য তুলে দেয়:
রাওয়া দাউদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন না পার্টি দেয়ায় কী সমস্যা হয়েছে। কেন-ই বা সবাই হতাশা ব্যক্ত করছেন। সে অধৈর্য ভাবে বলেছে, আমি দুই বছর ধরে বিপ্লবের মধ্যে আছি। এবং এটা এখন বিরক্তিতে পৌছে গেছে। তিনি জানিয়েছেন, তিনি ‘অন্যান্য মেয়েদের সাথে উদযাপন’ করতে চান। এবং তিনি সেটাই করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন, এখানে কোথায় সমস্যা হয়েছে? যারা আপত্তি করেছে, তাদেরকে উপহাস করে তিনি বলেছেন, তারা আপত্তি করছে, কারণ তারা অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।
রুয়া দাউদি একই রকমের মতামত দিয়েছেন।
তিনি বলেছেন, “হ্যাঁ, আমরা দামাস্কাসে থাকি। আমাদের এখানে যুদ্ধ নেই। আমরা তাই জীবনকে উদযাপন করতে চাই। এর জন্য আপনারা আমাদের দোষারোপ করতে পারেন না। আপনার এই রাগ আপনাকেই ধ্বংস করে দিবে”।
লেবাননের টিভি সাংবাদিক, তথ্যচিত্র প্রযোজক, কলামিস্ট এবং নারী অধিকার কর্মী দিয়ানা মউকাল্লেদ এই ঘটনা নিয়ে খুব হতাশ হয়েছেন:
حفل باذخ في دمشق تحت اسم “حريم السلطان” بينهم ابنة وليد المعلم http://t.co/KgwMFaHPsJ سوريا تعيش المجاعة وحريم السلطة يسرفون #سوريا#فضيحة
— diana moukalled (@dianamoukalled) November 10, 2013
কিছুই লিখতে পারছি না। একটি ছবি হাজারটা শব্দের চেয়ে জোরালো। আমি যুদ্ধাক্রান্ত একটি দেশের কিছু ফ্যান্টাসি ছবি দেব। ছবি দেখে আপনিই বিচার-বিবেচনা করবেন।