“আপনার মাউস [মুখ] বন্ধ করুন” – মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামাকে এ রকম আহ্বান জানিয়ে একজন মিশরীয় মহিলার এই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে:
এই ভিডিওটিতে, অজ্ঞাত পরিচয়ের মহিলাটি বলছেন [আরবি ভাষায়], ওবামার জন্য তাঁর একটি বার্তা আছে। তিনি তখন ইংরেজিতে বলেন:
ওবামা আপনি শুনুন। আমরা মিশরীয় নারী। ওবামা আপনি শুনুন। আপনার মাউস [মুখ] বন্ধ করুন। ওবামা, আপনার মাউস বন্ধ করুন। সিসি হ্যাঁ। সিসি হ্যাঁ। মুরসি না। মুরসি না।
সিসি হচ্ছেন ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ এল-সিসি। এল-সিসি মিশরীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, যিনি দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে বিবেচিত হচ্ছেন। অপরদিকে মুরসি হচ্ছেন প্রেসিডেন্সি থেকে উৎখাতকৃত মুসলিম ব্রাদারহুডের সদস্য, যিনি হোসনি মুবারকের নিপাত ঘটিয়ে মিশরীয় বিপ্লবের সূচনা করেন।
আর ভিডিওটির এখানে একটি রিমিক্স রয়েছে:
এবং এটিও যদি যথেষ্ট না হয় তবে আপনাকে উদ্ধৃতিটি স্মরণ করিয়ে দিতে এখানে একটি আলোকচিত্র রয়েছে:

ওবামা, আপনার মাউস বন্ধ করুন!