ড্রোন ফুটেজে কম্বোডিয়ার দর্শনীয় প্রাকৃতিক ভূচিত্রের প্রদর্শন

Cambodian countryside

কম্বোডিয়ার গ্রামাঞ্চল

কম্বোডিয়ায় একটি তথ্যচিত্রের শুটিং করার সময় চলচ্চিত্র নির্মাতা রবার্ট সেরিনি সেই দেশের বিভিন্ন শহর এবং গ্রামীণ এলাকা ঘুরে দেখেন। তাঁর দল কম্বোডিয়ার দর্শনীয় সৌন্দর্য ধারণ করতে একটি ডিজিআই ফ্যান্টম ড্রোন এবং একটি গো-প্রো ক্যামেরা ব্যবহার করেন। সেই চিত্রগ্রহণের সময়কে তিনি একটি ‘আশ্চর্যজনক অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন:

আমি আকাশ থেকে নম পেন এবং আনলুক লিক গ্রামীণ এলাকার সিনেমাটিক সৌন্দর্য অন্বেষণ করতে সক্ষম হয়েছি।

এটি সত্যিই একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা, যা এই শিশুদের অনেকেই টেলিভিশনে তা দেখেনি।  একটি উড়ন্ত ড্রোনের সঙ্গী হয়ে তাঁরা তা উপভোগ করল। তাদের মুখে ছিল উত্তেজনা, কম্পন, এবং সন্ত্রস্ত হবার আশ্চর্য মিশ্রণ।  

নীচে রয়েছে রবার্টের কম্বোডিয়া ভ্রমনের কিছু ফ্লিকার ছবি:

A rural scenery in Cambodia

কম্বোডিয়ার গ্রামীণ এলাকার দৃশ্য 

A temple in Phnom Penh, Cambodia's capital

কম্বোডিয়ার রাজধানী নম পেনের একটি মন্দির।  

A monk walking in a community plaza

একটি কমিউনিটি প্লাজাতে একজন ভিক্ষু হাঁটছেন। 

Cambodia's tuktuk, a popular mode of transport

কম্বোডিয়ার টুকটুক, খুবই জনপ্রিয় একটি বাহন। 

A temple in Phnom Penh

নম পেনের একটি মন্দির। 

Cambodia's tuktuk, a three-wheeled public vehicle

কম্বোডিয়ার টুকটুক, তিন চাকার সাধারণ বাহন।  

* ভিডিও এবং ছবি তুলেছেন রবার্ট সেরিনি। অনুমতি নিয়ে ব্যবহৃত। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .