#ইউরোমেইডান আন্দোলনের এর পর কি হবে ? প্রতিবাদ ও রক্তক্ষয় একজন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্টের পতনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এখন, যেহেতু রাশিয়া সামরিক শক্তি প্রয়োগ করছে এবং ক্রিমিয়া তাঁদের উত্তরাধিকার বিবেচনায় উত্তাল, তখন ইউক্রেনের ভবিষ্যত রাজনৈতিক জটিলতা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তাঁদের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে অবিরাম অনুত্তোলিত প্রশ্ন উত্থাপিত হচ্ছে। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই অফিসিয়াল মিডিয়া যখন এই মতবিরোধকে উস্কে দিচ্ছেন, তখন সাংবাদিক ও ডিজিটাল কর্মীরা ভুল তথ্য ও প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে ওয়েব ব্যবহার করছেন।
আমরা গ্লোবাল ভয়েসেসের ইউক্রেনীয় লেখক টেটিয়ানা লকোট এবং টেটিয়ানা বোদানোভা’র সাথে এ ব্যাপারে কথা বলেছি।