পূর্ব পরিকল্পনা অনুযায়ী একেবারে ঠিক সকাল ১১ টা ৫৫ মিনিটে রাজধানী শহর স্কপিয়ের সংসদে ১ মার্চ, ২০১৪ তারিখে দারিদ্র্যতার বিরুদ্ধে “৫ (মিনিট) থেকে ১২” পদযাত্রাটি শুরু হয়েছে। এই পদযাত্রাটির বিভিন্ন ছবি এবং মাল্টিমিডিয়া থেকে দেখা গেছে যে প্রায় এক হাজার লোক যাত্রা পথে পুলিশ কর্মকর্তাদের দ্বারা বেষ্টিত অবস্থায় এতে অংশগ্রহন করেছেন। জাদরান চত্বরে একটি মুক্ত মঞ্চে “কনসার্ট ফর ডিগনিটি” আয়োজনের মাধ্যমে এই পদযাত্রাটি শেষ হয়।
ইউরোপের দারিদ্রতম দেশগুলোর সারিতে বিন্যস্ত হওয়ায় ম্যাসেডোনিয়াতে প্রতি তিনজনে একজন নাগরিক দারিদ্র্য সীমার নিচে [পিডিএফ] বাস করে।
এই পদযাত্রার আয়োজকেরা অর্থাৎ ৮ সেপ্টেম্বর এবং দারিদ্র্যতার বিরুদ্ধে ম্যাসেডোনিয়ান মঞ্চ, সমাজকল্যাণ আইনের পরিবর্তন দাবি করেছে। তারা দাবি করেছে যে আইনগুলো এমনভাবে পরিবর্তন করতে হবে যা ম্যাসেডোনিয়ার দরিদ্রতম নাগরিকদের জন্য যথোপযুক্ত মৌলিক আয় নিশ্চিত করে। একটি মাত্র ব্যতিক্রমী ঘটনা ছাড়া কর্মসূচীটি বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। ব্যতিক্রমী ঘটনাটি হচ্ছে – একজন পুলিশ কর্মকর্তা একজন সাংবাদিক এবং প্রতিবাদকারীকে হয়রানি করেছে। সক্রিয় কর্মী পেট্রিট সারাচিনি ফেসবুকে [এমকে] লিখেছেনঃ
Dobro pomina marsot i koncertot protiv siromastijata, bez incidentite koi gi najavuvaa mediumite na vlasta. Osven eden moment, koga, koj drug, ako ne policijata, povotrno prekardasi, i legitimirase snimatel, a koga direktorkata na Helsinski gi prasala sto pravat, grubo ja otturnale. Pred lugje i kameri. Ic ne im cue. Na edvaj ni 1000 lugje izvadija 1000 dzandari. Nazdravje neka im se dnevnicite. I tie gi plakjame nie.
সরকার পক্ষের প্রচার মাধ্যমের “ভবিষ্যদ্বাণী” অনুযায়ী ঘটে যাওয়া ঘটনাটি ছাড়া দারিদ্র্যতার বিরুদ্ধে পদযাত্রা এবং কনসার্টটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যখন আর কেউ নয় কেবলমাত্র সেই পুলিশ কর্মকর্তা সহায়তা দান করা বন্ধ করে একজন ক্যামেরাম্যানের পরিচয়পত্র চাইতে শুরু করল। যখন হেলসিনকি কমিটির পরিচালক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি করছেন, তখন সেই পুলিশ তাকে লোকজনের সামনে এবং সব ক্যামেরার সামনেই সজোড়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। যদিও পুলিশের তাতে কিছু যায় আসে না। ১ হাজারের চেয়েও কম সংখ্যক লোকের জন্য সেখানে হয়তো ১ হাজার জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা ছিল। তারা হয়তোবা এই বাড়তি কাজের জন্য পাওয়া বেতন তাদের স্বাস্থ্য রক্ষার পেছনে ব্যয় করে থাকে। যেকোন ভাবেই হোক আমরাই তো তাদের বেতন দিয়ে থাকি।
মেসেডোনিয়ান হেলসিনকি কমিটি নামের একটি মানবাধিকার সংস্থার পরিচালক উরানিজা পিরোভস্কা বিবৃতি [এমকে] দিয়েছেন যে, তিনি সংকল্প করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দাখিল করবেন। এই ঘটনার প্রমাণ হিসেবে সাক্ষ্য দেয়া একটি ভিডিও ক্লিপ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সহকারে তিনি একটি মামলা করার ইচ্ছা পোষণ করেন।
২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বেসরকারি টেলিভিশন চ্যানেল নোভা টিভি একই ধরনের একটি ঘটনার বিষয়ে রিপোর্ট করেছে এবং বিশ্লেষণ [এমকে] করেছে। প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশের আগ্রাসনের সেই ঘটনার ফুটেজ ধারণ করা, তাদের ক্যামেরাম্যানকে পুলিশ চাপ দিয়েছে যেন সে ভিডিওটি মুছে ফেলে। সে সময়ে প্রতিবাদকারীরা স্কপিতে গণ উদ্যানের সীমানা চিহ্নিত করণ খুঁটি ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছিল। সেই ঘটনার অপরাধীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এই পদযাত্রা আয়োজন করতে এবং তথ্য ছড়িয়ে দিতে একটি ফেসবুক ইভেন্ট পেজ, একটি ব্লগ এবং টুইটার ব্যবহার করা হয়েছে। টুইটারে#5до12 এবং #5do12 হ্যাশট্যাগের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।