রিফিউজি ইউনাইটেডের সাথে গ্লোবাল ভয়েসেসের অংশীদার

Refugees United

রিফিউজি ইউনাইটেড

আগের যেকোন সময়ের চেয়ে পৃথিবী আরও সংযুক্ত হয়েছে। কিন্তু উদ্বাস্তুরা কোন দ্বন্দ্ব বা দুর্যোগের সম্মুখীন হলে প্রিয়জনদের সাথে যোগাযোগ হারান – কখনও কখনও এটি চিরকালের জন্য। বিশ্বব্যাপী ৪৩ মিলিয়ন উদ্বাস্তুর মধ্যে, একটি বিশাল সংখ্যা আবার কখনই তাদের পরিবারের দেখা পান না, কারণ তাদের কাছে পৌঁছানোর কোন উপায় থাকে না।

রিফিউজি ইউনাইটেড এমন একটি সংস্থা যেটি বিদীর্ণ উদ্বাস্তু পরিবারকে সাহায্য করার জন্য ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে। তাদের পদ্ধতির ব্যবহারকারীরা বেনামী থাকার ক্ষেত্রে শুধুমাত্র নিরাপদ তথ্য আপলোড করেন যেটি শেয়ার করলেও তারা নিজেদের নিরপদ রাখতে পারেন। ইতিমধ্যে অনেকেই রিফিউজি ইউনাইটেডের মাধ্যমে তাঁদের পরিবার এবং বন্ধুদের খুঁজে পেয়েছেন। কিন্তু সেবার অব্যাহত সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে উদ্বাস্তুরা কোথায় আছেন তা জানার উপর।  

কিভাবে তারা কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছায়?

গত বছর থেকে গ্লোবাল ভয়েসেসের অনুবাদকরা সোয়াহিলি, ফরাসি, সোমালি, আমহারিক, সুদানের আরবি ও প্রচলিত আরবি ভাষার প্রচার উপকরণ, সামাজিক মিডিয়া এবং এসএমএস বার্তা অনুবাদ করতে রিফিউজি ইউনাইটেডের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়াও স্পষ্ট এবং সাংস্কৃতিকভাবে উপযুক্ত বার্তা কিভাবে দক্ষতার সাথে প্রেরণ করা যায়, সেরকম স্থানীয় উপদেশও আমরা শেয়ার করি।

রিফিউজি ইউনাইটেড আশা প্রকাশ করছে যে ২০১৫ সালের মধ্যে তারা ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে চায় এবং গ্লোবাল ভয়েসেস তাঁদের সমর্থনের প্রস্তাব করে গর্বিত।

রিফিউজি ইউনাইটেডের ইদা জেং বলেছেন, “তাদের অনুবাদক ও ব্লগারদের শক্তিশালী নেটওয়ার্কের সহযোগীতার দ্বারা আমরা যে আরও বেশি পরিবারের কাছে পৌঁছতে পারি গ্লোবাল ভয়েসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব তাঁর একটি প্রমাণ।”  

পুনরায় সংযোগ শক্তি

রিফিউজি ইউনাইটেডের ব্লগে তাঁদের প্রসার ও পুনঃমিলন সম্পর্কে অগণিত গল্প রয়েছে। 

এই অ্যানিমেশন ​​ইস্তেলে নামের একজন মহিলার গল্প বলছে, যিনি প্রায় ১৬ বছর বিচ্ছেদের পর তার বোনকে ফিরে পান। 

এবং এখানে দুই জন ভাইয়ের একটি ভিডিও রয়েছে। তাঁরা এই রিফিউজি ইউনাইটেডের মাধ্যমে একে অপরের অবস্থান নিশ্চিত করার পরে গুগল হ্যাঙ্গআউটের মাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎ পায়। তারা ​​১৫ বছরের জন্য পৃথক ছিল। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .