
ফিলিপাইনের রাষ্ট্রপতি ভবনের কাছে ‘উদ্যমে, উত্তরণে শতকোটি’ ক্যাম্পেইনের পোস্টার নিয়ে সামাজিক সেবাসমূহে বরাদ্দ বৃদ্ধির দাবিতে নাচের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন জনতা।
দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ প্রচারণা কার্যক্রমে সহযোগিতা করছেন। এ বছর এই ক্যাম্পেইনে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবির সাথে ন্যায়বিচার সুনিশ্চিত করার দাবিও যুক্ত হয়েছে।
কম্বোডিয়াতে সম্প্রতি গার্মেন্টসের নারী কর্মীদের ওপর ব্যাপক মাত্রায় সহিংসতার ঘটনা ঘটেছে। প্রচারণা কার্যক্রমের প্রস্তুতি পর্বে এ ঘটনাকে তুলে ধরা হয়েছে:
…কর্মপরিবেশের উন্নতির জন্য গার্মেন্টস কর্মীরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। সে সময়ে তাদের ওপর দমন-নির্যাতন চালানো হয়। এতে করে অনেকেই আহত হন। এছাড়া, নারীদের কোনো তদন্ত ছাড়াই মারধর, গ্রেফতার এবং আটকাদেশ দেয়া হয়। নির্যাতনের শিকার নারীদের কোনো ক্ষতিপূরণ দেয়া হয় না। তাছাড়া দোষীদের বিচারের আওতায়ও আনা হয় না কখনো।
নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা করে পুলিশ গত ১৪ ফেব্রুয়ারি সাইকেল চালনা কর্মসূচী বন্ধ করে দেয়।
ইন্দোনেশিয়ার সাতটি শহরে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভিয়েতনামের নাম দিহ প্রদেশের হাই হাওয়ের নারী সদস্যরা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ প্রচারণা কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। নিচের ভিডিওতে তাদের মহড়া দেখা যাচ্ছে:
থাইল্যান্ডের চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ প্রচারণা কাজে সহযোগিতা করছে। নিচের ভিডিওতে তাদের মহড়ার দৃশ্য:

থাইল্যান্ডের চিয়াং মাই-এর ‘উদ্যমে, উত্তরণে শতকোটি’ প্রচারণা কার্যক্রমের ছবি। ছবি নেয়া হয়েছে লিসা কেরি'র ফেসবুক পাতা থেকে।
ফিলিপাইনের নারী বিষয়ক সংগঠন গ্যাব্রিয়েলা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ প্রচারণা কার্যক্রম সমন্বয় করছে। তারা দেশের বিভিন্ন অংশের কয়েক হাজার নারীকে সংগঠিত করেছে। গ্যাব্রিয়েলার সাধারণ সম্পাদক জমস সালভাদর ক্যাম্পেইনের গুরুত্ব ব্যাখ্যা করে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন:
কখনো কখনো দারিদ্র্য মুক্তি, মানবাধিকার লংঘন, নারী ও শিশুর প্রতি সহিংসতাকে মানুষজন কম সংবেদনশীল মনে করে। আমাদের উপলব্ধি করতে হবে এই পরিস্থিতি স্বাভাবিক নয়। এটার পরিবর্তন দরকার। এজন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। সবাইকে জোরেশোরে ন্যায়বিচার সুনিশ্চিতের দাবি করতে হবে। কেননা, আমরা যদি নীরব থাকি কিংবা অলসতা করি, তাহলে এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে।
দেশের দক্ষিণের জেলা ডাভাওয়ে দুর্নীতি কমিয়ে এনে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে:
রাষ্ট্রের সাথে দুর্নীতির অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। বিশেষ করে পাবলিক তহবিলের ক্ষেত্রে। তাই ন্যায়বিচার সুনিশ্চিত করতে দেশের আয়কর প্রদানকারী সকল নাগরিককে আমাদের সাথে যোগ দিতে পারেন।