- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভেনেজুয়েলাঃ প্রতিবাদ কর্মসূচীর কারণে বন্ধ করে দেওয়া হয়েছে টুইটারে ছবির অপশন

বিষয়বস্তু: ভেনেজুয়েলা, অ্যাক্টিভিজম, আইন, নাগরিক মাধ্যম, জিভি এডভোকেসী

সারাদেশ জুড়ে গত দুই দিনের তীব্র প্রতিবাদের পর, [1]গতকাল ভেনেজুয়েলার ইন্টারনেটবাসীরা কিছু নির্দিষ্ট সংখ্যক ওয়েবসাইটে ঢুকতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে রিপোর্ট করেছেন। বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়ার রিপোর্ট এসেছে। টুইটার ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ছবি এবং ভিডিও অপশনে ঢুকতে পারছেন না [2]। প্রতিবাদকারীদের মাঝে যোগাযোগ রাখার প্রধান উপায়ই হচ্ছে ছবি এবং ভিডিও। ভেনেজুয়েলার সাংবাদিক গ্যাব্রিয়েল বাসতিদাস টুইট করেছেনঃ

সময় রাত ১০:০৮ মিনিট [কাছাকাছি]। তারা হয়তোবা ভেনেজুয়েলাতে টুইটার মাল্টিমিডিয়া প্রোটোকল বন্ধ করে দিয়েছে। ব্যবহারকারীরা জানিয়েছেন যে তারা ছবি দেখতে পাচ্ছেন না।  

সাংবাদিক জেসাস টরিভিলা বলেছেনঃ

টুইটারে ঢোকার অসুবিধা দূর করতে আমার ওয়েবক্লায়েন্ট আছে। আমি এবিএ ব্যবহার করি। কিন্তু আমি টর ব্যবহার করে ইন্টারনেটে ঢুকতে পারি না।

সাংবাদিক লরা সলরজানো রিপোর্ট করেছেনঃ 

টুইটার প্রোটোকল বন্ধ করে দেয়ার কারনে টুইটারে ছবি নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। সরকার এটি বন্ধ করে দিয়েছে। 

যাদের সিএএনটিভি সংযোগ আছে, শুধুমাত্র তারাই টুইটারে ছবি নিয়ে সমস্যার ভুক্তভোগী। ইন্টার এবং স্যাটেলিটাল স্বাভাবিক আছে।  

অন্যান্য ব্যবহারকারিরা ট্রেসারআউটসের মাধ্যমে টুইটার ইমেজ সার্ভার খুঁজে পেয়েছেন। তারা রিপোর্ট করেছেন যে সিএএনটিভি সংযোগটিকে অবরুদ্ধ করে রেখেছে। সিএএনটিভি হচ্ছে সরকারি মালিকানাধীন আইএসপি। এই সংস্থাটি দেশের অন্যান্য টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারীদের উপর অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে থাকে। নেটওয়ার্ক অবকাঠামো সেবা প্রদানকারী একজন বিশেষজ্ঞ উপদেষ্টা লরিস সান্টামারিয়া টুইট করেছেনঃ 

হ্যা, আমার ট্রেসারআউট আছে। সিএএনটিভি আমাদেরকে অবরোধ করে রেখেছে। 

অন্যান্য ব্যবহারকারীরা সারাদিন ধরে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ইস্যু সম্পর্কে তথ্য পেয়েছেন। নাকি সতো নামের একজন ভেনেজুয়েলান ব্লগার এবং সক্রিয় কর্মী সে দেশের জাতীয় সংবাদপত্র এল ন্যাসিওনালের ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন। তিনি কম্পিউটার স্ক্রিন থেকে তোলা ছবির লিঙ্ক দিয়েছেনঃ 

এল ন্যাশনাল থেকে পাওয়া লিংকটিতে অনেকেই এই ত্রুটি পাচ্ছেন।  

ভেনেজুয়েলান টেলিকমিউনিকেশন কমিশন, কোনাটেলের প্রেসিডেন্ট উইলিয়াম ক্যাসটিলো ঘোষণা দিয়েছেন [16] যে প্রতিবাদ কর্মসূচীর খবর সংগ্রহ করার ফলশ্রুতিতে রেডিও, টেলিভিশন এবং ইলেক্ট্রনিক প্রচার মাধ্যমগুলো হয়তো বা তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কিত আইনের লঙ্ঘন করতে যাচ্ছে। ভেনেজুয়েলান সরকার বিভিন্ন কারনে কয়েক বছর ধরে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে আসছে। বেসরকারিভাবে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ নিয়ে ওয়েবসাইটগুলো রিপোর্ট করায় প্রেসিডেন্ট মাদুরে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন [17], তখন অর্থাৎ গত নভেম্বর মাসে এমনি এক অবরোধের ঢেউ আছড়ে পড়ে। গত শনিবারে ক্যাস্টিলো ঘোষণা করেছেন যে শুধুমাত্র এই কারনেই সরকার এখন পর্যন্ত ৩৮৪ টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেঃ  

অবৈধ ডলার সম্পর্কে ভুল তথ্য প্রদানকারী ৩৮৪ টি ওয়েবসাইট ইউআরএল বন্ধ করে দিতে কোনাটেল ভেনেজুয়েলান আইএসপি পেয়েছে। 

অন্যান্য ওয়েবসাইট যেমন পাসটেবিন ডট কম, ফেসবুক এবং টুইটারেও শুক্রবারে প্রবেশ করতে বিভিন্ন সমস্যা হওয়ার বিচ্ছিন্ন খবরাখবর আসছে। টুইটারে ছবির অপশন বন্ধের সাথে সিএএনটিভির সম্পৃক্ততা স্পষ্টভাবে অস্বীকার করে শুক্রবার বিকেলে সংস্থাটি একটি বিবৃতি প্রকাশ করেছে [19]।