
ইরানের ফারদা নিউজের বর্ণনায় ইউক্রেনের বিক্ষোভ।
ইউক্রেনে প্রতিবাদ এবং কিয়েভের ক্ষমতার পরিবর্তনের দৃশ্যপট ছিল ইরানের গণ মাধ্যমের প্রবল আগ্রহের বিষয়। ইরানি কর্মকর্তারা যখন এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতৃত্বে একটি পশ্চিমা চক্রান্ত হিসেবে দেখছেন, তখন ইরানের জনগণ এক সময় তাদের নিজেদের শাসকদের বিরুদ্ধে গড়ে তোলা ব্যাপক বিক্ষোভের কথা স্মরণ করেছেন। তাদের গড়ে তোলা বিপ্লবটিকে ব্যর্থ করে দেওয়া হয়।
ইরানের আইন মন্ত্রী বলেছেন, ইউক্রেনকে ইরানের সাথে তুলনা করা যাবে না। কিন্তু, অনেক ইরানী ইউক্রেনের প্রেক্ষাপটকে ২০০৯ সালের ইরানি রাষ্ট্রপতি নির্বাচনের পরে সবুজ আন্দোলন বিক্ষোভের সমান্তরালে টেনে এনেছেন।
ইরানী ব্লগার আবগোস্ট [ফার্সী ভাষায়] লিখেছেন, ইরানীরা যেখানে ব্যর্থ, ইউক্রেনের (ও তিউনিশিয়ার) জনগণ সেটি করতে সক্ষম হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছেঃ
সংক্ষিপ্ত এবং অর্থবহ উত্তর হচ্ছে, ইউক্রেন ও তিউনিশিয়ার [বিরোধী] আন্দোলনের নেতাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র। সেখানে, ইরানের নেতারা বর্তমান শাসনের [প্রতিষ্ঠার] কাঠামো বজায় রাখতেন… তাদের মানুষ বিশ্বাসঘাতক নয়, তাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ভাল মানুষ। কিন্তু আমাদের দেশের সবাই ঠগ, যারা ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে বেশী অগ্রাধিকার দেয়।
ইরানের সামরিক বাহিনীর প্রধান হাসান ফিরুজাবাদিকে ব্যঙ্গ করে টুইটারে সারাহ বলেছেন, “ইউক্রেনের বিপ্লব স্বাধীনতা থেকে নির্ভরতা দিকে পলায়নপর।”
তিনি ইরানী লেখক ইব্রাহিম নববীকে উদ্ধৃত করে [ফার্সী ভাষায়] টুইট করেছেন:
من نمی دانم چرا مقامات ایران بیشتر از مردم اوکراین و لبنان و فلسطین و عراق دل شان برای استقلال این کشورها می سوزد؟ “ابراهیم نبوی”
— سارا (@SaraSaraDehghan) February 25, 2014
আমি জানিনা কেন, ইরানী কর্মকর্তারা ইউক্রেন, ফিলিস্তিন, ইরাক ও লেবাননের নাগরিকদের চেয়ে দেশের স্বাধীনতার জন্য বেশী উদ্বিগ্ন।
রক্ষণশীল ইরানি সংবাদপত্র ক্যাহান থেকে শিরোনাম উদ্ধৃত করে মুক্ত গণতান্ত্রিক ইরান টুইট করেছে:
woaw, Kayhan is out: “Orange forces took the power again in Ukraine with US & EU help”! [fa] http://t.co/hlWzdRNUTa
— Free Democratic Iran (@democraticiran) February 22, 2014
ওহ, ক্যাহান লিখেছে: “অরেঞ্জ বাহিনী মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউক্রেনের ক্ষমতা আবারও গ্রহণ করছে”! [ফার্সী ভাষায়]
@_কাফে বিদ্রূপের সঙ্গে টুইট করেছেন:
ما سی سال از اوکراین جلوتریم فقط برای اینکه بگیم سی سال جلوتریم باید نیم ساعت با فیلترشکن ور بریم که اینم نشون دهنده چیز خاصی نیست
— Cafe (@_Cafe) February 22, 2014
আমরা ইউক্রেনের চেয়ে এগিয়ে। এই কারনে ইন্টারনেটে এই কয়েকটি শব্দ লিখতে পাড়ার জন্য আমার ফিল্টারিং বিরোধী সফ্টওয়্যার প্রয়োজন।
নিমা আকবরপুর [ফার্সী ভাষায়] টুইট করেছেন:
اتفاقات #اوکراین من رو یاد فیلم زاپاتا میاندازه. انقلابیون دولت تشکیل میدن و خودشون راه دولت قبل رو پیش میگیرند
— Nima Akbarpour (@nima) February 22, 2014
ইউক্রেন এর পরিস্থিতি আমাকে জাপাতা চলচ্চিত্রের কথা মনে করিয়ে দেয়, যেখানে বিপ্লবীরা ক্ষমতা দখল করে এবং তারপর তাঁরা একই পথ অনুসরণ করে।