[গল্প তৈরি] তিউনিশিয়ায় লাম ইকামলের ভেসনা ডলিনসেক

রাইজিং ভয়েসেস গত ২৮-৩০ জানুয়ারি, ২০১৪ তারিখে জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত গল্প তৈরির শিবিরে [স্টোরিমেকার ক্যাম্প] অংশ নেয়। প্রকল্পটির একটি অংশীদার হিসাবে অ্যাপ্লিকেশন উন্নয়নে ও প্রশিক্ষণ এবং পরামর্শ প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণকারী মূল কর্মীদের সঙ্গে এটি ছিল সাক্ষাতের একটি অপূর্ব সুযোগ। 

এই দলটি মিশর, তিউনিশিয়া, মরোক্কো এবং ইরাকের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত, যারা প্রাথমিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করে থাকে। তিউনিশিয়ায় লাম ইকামল সহ দুইটি প্রতিষ্ঠান প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। আপনি তিউনিশিয়ায় প্রশিক্ষণ সংক্রান্ত তাদের একটি বুলেটিন এখানে পড়তে পারবেন [ফরাসী ভাষায়]

গল্প তৈরির শিবিরে আমরা দুটি স্থানীয় প্রকল্পের সমন্বয়কারী, স্লোভেনিয়ার স্থানীয় বাসিন্দা ভেসনা ডলিনসেক​ এর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এই পডকাস্ট সাক্ষাত্কারে, তিনি গল্প তৈরি শিবিরের উপর এবং অন্যান্য দেশ থেকে আসা সমন্বয়কারীদের সাথে সাক্ষাতের মূল্যবান সুযোগ পাবার সম্পর্কে তার চিন্তাধারা শেয়ার করেছেন। উপরন্তু, তিনি স্বীকার করেছেন, প্রতিটি প্রশিক্ষণের ফলে প্রকল্পটির অনেক উন্নতি হয়। কারণ, নানা ধরণের পরামর্শ এবং সেরা অনুশীলনের উপায় ক্যাম্প এর আলোচনার মাধ্যমেই উঠে আসে।    

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .