সরকারবিরোধী আন্দোলনে গুলিতে নিহত হলেন ভেনেজুয়েলার বিউটি কুইন

রাজনৈতিক সহিংসতার আরেক বলি, বিউটি কুইন জেনেসিস কারমোনা।

গত ১৯ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার বিউটি কুইন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেনেসিস কারমোনা মারা গেছেন। এর আগের দিন সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে তিনি মাথায় বুলেটের গুলি লেগে আহত হয়েছিলেন

ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকালে জেনেসিস কারমোনা গুলিবিদ্ধ হলে, তাকে এভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুয়েররা মেন্ডেজ ক্লিনিকে অধ্যাপক পাবলো আউর জেনেসিস কারমোনা'র মা এবং এক আত্মীয়ের সাথে কথা বলছেন।

ভ্যালেন্সিয়ার গুয়েররা মেন্ডেজ ক্লিনিকের ডাক্তার রাফায়েল জানিয়েছেন, ২০১৩ সালের মিস টুরিজম কারাবোবো অপটিক্যাল লুবের ডান দিকে আঘাত পেয়েছেন। এখানে মানুষের মস্তিষ্কের ভিজুয়াল সেন্টার (মস্তিষ্কের যে অংশ দেখার ব্যাপার নিয়ন্ত্রণ করে) অবস্থিত। আশংকা করা হচ্ছে, তিনি বেঁচে গেলেও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন।

জেনেসিস কারমোনাকে অপারেশন থিয়েটার থেকে বের করে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।

হেক্টর রোটান্দ্রা (@Hecalo) নামের একজন টুইটার ব্যবহারকারী জেনেসিস কারমোনা গুলিতে আহত হওয়া থেকে মারা পর্যন্ত ঘটনার বিবরণ দিয়ে টুইট করেছিলেন। সেই টুইটগুলি সংকলন করে কারকাসের একটি পত্রিকা প্রকাশ করেছে। রোটান্দ্রাও বিউটি কুইন কারমোনার সাথে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন।

আমরা সেডেনো সাবওয়ে স্টেশনের সামনে সমাবেশ করছিলাম। সে সময়ে আমরা গুলির শব্দ শুনি। আমরা সবাই মাটিতে শুয়ে পড়ি…

টুইটারে এ ঘটনা নিয়ে অব্যাহত প্রতিক্রিয়া চলছে। কারাবোবো রাজ্যের গভর্নর ফ্রান্সিসকো অ্যামেলিয়াচ ভ্যালেন্সিয়ার সমাবেশের ওপর আক্রমণের মূল ইন্ধনদাতা কে তাকে চিহ্নিত করার কথা বলেছেন। গভর্নর কয়েকদিন আগে টুইটারে একটি বার্তায় জানিয়েছিলেন, আন্দোলনকারীরা সহিংসতার জন্য তাকে অভিযুক্ত করছে। উদাহরণ হিসেবে পরের টুইটে তিনি ভেনেজুয়েলার সরকার দলীয় পার্টি ইউনাইটেড সোশালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার চাভেজ ব্যাটল ইউনিটকে উল্লেখ করে টুইট করেছেন।

ইউবিসিএইচ জোরালো প্রতিবাদের জন্য তৈরি হও। দিয়োসদাদো শিগগিরই নির্দেশ দিবেন।

দিয়োসদাদো ক্যাভেলো ভেনেজুয়েলার জাতীয় সংসদের বর্তমান সভাপতি।

এদিকে কারমোনা হত্যার বিচার চেয়ে সংসদ সদস্য ফ্রান্সিসকো সোটেলদো মিডিয়াতে বিবৃতি দিয়েছেন:

সোটেলদো: “আমরা জেনেসিস কারমোনা হত্যার বিচার চাই।”

ভেনেজুয়েলার সাম্প্রতিক সহিংসতায় চতুর্থ বলি হলেন সাবেক বিউটি কুইন জেনেসিস কারমোনা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .