গণ নজরদারির বিরুদ্ধে আবারও রুখে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সক্রিয় কর্মীরা

১১ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে গণ নজরদারির বিরুদ্ধে একটি পদক্ষেপ নিতে বিশ্বের সব প্রান্তের মানুষ যখন একমত হয়েছেন, তখন ব্রাজিলিয়ান নাগরিক, প্রতিষ্ঠান ও বিভিন্ন দলগুলোও #TheDayWeFightBack প্রচারাভিযানে প্রেরণা যুগিয়ে চলেছেন।

১৫ জন ব্রাজিলিয়ান স্বাক্ষরকারী যোগাযোগ নজরদারির ক্ষেত্রে মানবাধিকার প্রয়োগের আন্তর্জাতিক মূলনীতির একটি সমষ্টিগতভাবে নজরদারি বিরোধী সংগঠন অ্যান্টিভিগিলাঞ্চিয়া ডট টিকে (টুইটারে @antivigilancia) এর একটি ওয়েবসাইট আছে, যেটিতে #TheDayWeFightBack এ কিভাবে অংশগ্রহণ করা যাবে সে সম্পর্কে পর্তুগিজ ভাষায় সম্পূর্ণ তথ্য রয়েছে। পাশাপাশি সেখানে সেই দিনের জন্য বিভিন্ন সরাঞ্জাম যেমন, ব্যানার এবং মেমেও রয়েছে।  

Cartoon by Latuff with D'Incao (2013). Shared by WebWe Want on Flickr (BY SA 2.0)

ডিইঙ্কোর সাথে লাতুফের আঁকা কার্টুন (২০১৩)। ফ্লিকারে এটি শেয়ার করেছে আমরা যেমন ওয়েব চাই (BY SA 2.0)

সুপরিচিত ব্রাজিলিয়ান কার্টুনিস্ট কার্লোস লাতুফ ফেব্রুয়ারির প্রথম দিকে ডিজিটাল নজরদারি এবং গোপনীয়তার অধিকারের উপর আসল চাক্ষুষ কাজ তৈরির আমরা যেমন ওয়েব চাই এর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।  

Cartoon by Latuff with Operamundi (2013). Shared by WebWe Want on Flickr (BY SA 2.0)

অপেরামুন্দিতে লাতুফের আঁকা কার্টুন (২০১৩)। ফ্লিকারে এটি শেয়ার করেছে আমরা যেমন ওয়েব চাই (BY SA 2.0)

টুইটারে অনেক ব্রাজিলীয় এই দিনটিকে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অধিকার আদায়ের পথিকৃৎ বিল “মার্কো সিভিল ডা ইন্টারনেট” (ইন্টারনেটের জন্য সিভিল ফ্রেমওয়ার্ক) এর সঙ্গে যোগসূত্র তৈরি করেছেন, যেটি আজ লোকসভায় প্লেনারি সেশনে [পর্তুগিজ] উত্থাপন করা হবে। সুশীল সমাজের সংগঠন বিলটির সর্বশেষ পরিবর্তনে বিচার মন্ত্রীর [পর্তুগিজ] “গুরুতর উদ্বেগ” মূলক বার্তা আশা করছে। বিশেষ করে, “ব্যক্তিগত যোগাযোগ, গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রবাহ এবং কন্টেন্ট অলঙ্ঘনীয়তা এবং নির্জনতার অধিকার” এর প্রতি গুরুত্ব দিয়ে। 

Cartoon by Latuff with Operamundi (2013). Shared by WebWe Want on Flickr (BY SA 2.0)

অপেরামুন্দিতে লাতুফের আঁকা কার্টুন (২০১৩)। ফ্লিকারে এটি শেয়ার করেছে আমরা যেমন ওয়েব চাই (BY SA 2.0)

আমরা যেমন ওয়েব চাই প্রতিযোগীতার সব ছবি ও তথ্য ফ্লিকার থেকে নেওয়া হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .