- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ছবি: প্রবাসী ভেনেজুয়েলিয়ানরা আন্দোলনের প্রতি সমর্থন জানালো

বিষয়বস্তু: ভেনেজুয়েলা, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

ভেনেজুয়েলায় সরকারবিরোধী্ আন্দোলন চলছে। এবার সে আন্দোলনের প্রতি সমর্থন জানালো হাজারো প্রবাসী ভেনেজুয়েলিয়ান। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভেনেজুয়েলিয়ানরা তাদের অবস্থান থেকেই আন্দোলনে শরিক হয়েছেন [1]। তাদের বিক্ষোভের ছবি সামাজিক মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকের এসওএস ভেনেজুয়েলা [2] নামের একটি পাতায় প্রবাসী ভেনেজুয়েলিয়ানদের বিক্ষোভের কয়েকশ'ছবি প্রকাশ করা হয়েছে। টুইটার এবং ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে #আইঅ্যামইউরভয়েসভেনেজুয়েলা [3], #এসওএসভেনেজুয়েলা [4], #প্রেফরভেনেজুয়েলা [5] হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

মাল্টাতে ভেনেজুয়েলিয়ান এবং বিদেশিদের প্রতিবাদের এই ছবিটি আমার কাজিন আমাকে পাঠিয়েছে।

প্রতিবাদকারীদের কেউ কেউ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করছেন। বিভিন্ন দেশের সংসদের কাছেও তথ্য তুলে ধরছেন। একদল প্রতিবাদকারী হল্যান্ডের হেগে প্রতিবাদ করছেন।

হল্যান্ডের হেগ শহরে ভেনেজুয়েলার প্রতিবাদকারী বিক্ষোভ করছেন। সংসদের কাছে তারা নানা তথ্যও তুলে ধরেন। তারা ভেনেজুয়েলায় মানবাধিকার লংঘনের নিন্দা জানান।

গ্যাবি সিলভা [13] মাদ্রিদ শহরে আন্দোলনকারীদের একটি ভিডিও ইনস্টাগ্রামে [14] আপলোড করেন। ভিডিওচিত্রে দেখা যায়, আন্দোলনকারীরা ন্যায়বিচার, শান্তি এবং সংলাপের আহবান জানাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারের বিক্ষোভের ছবি শেয়ার করেছে ট্যালকুয়াল [15] নামের একটি পত্রিকা।

নিউ ইয়র্ক শহরে প্রতিবাদ। কয়েক হাজার ভেনেজুয়েলিয়ান টাইমস স্কয়ারে প্রতিবাদ জানালো।

অস্ট্রেলিয়াতেও প্রতিবাদ সমাবেশ হয়েছে:

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিতে সিডনি জড়ো হয়েছিলেন প্রবাসী ভেনেজুয়েলিয়ানরা।

এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা লিওপোলদো লোপেজ [22] নিজেকে [23] ভেনেজুয়েলার কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাষ্ট্রদ্রোহ এবং সংবিধান অবমাননা জন্য লোপেজকে অভিযুক্ত করেছেন।