- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশরীয় কৌতুক অভিনেতা বাসেম ইউসুফ আবারও সম্প্রচারে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা, রাজনীতি

মিশরে একটি ইউটিউব চ্যানেলে এবং তিনটি টেলিভিশন চ্যানেলে [1] আপনি আপনার নিজের অনুষ্ঠান সম্প্রচার করতে পারবেন। গত বছরের অক্টোবর মাসে সিবিসি চ্যানেলটি [2] মিশরীয় কৌতুকাভিনেতা বাসেম ইউসুফের অনুষ্ঠান এল বারনামেগ সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। [3] চ্যানেলটির ইস্যু করা বক্তব্যটি আবার ফিরে এসেছে। এরপর বলা হয়েছে যে এই অনুষ্ঠানটির  প্রথম পর্বের প্রচার সূচীতে এমন কিছু ছিল, যা “সিবিসির সাথে করা চুক্তির লঙ্ঘন করে।” ব্লগার জেইনোবিয়া প্রথম পর্ব সম্প্রচারের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে পরে সংক্ষেপে জানিয়েছেনঃ      [4]

বরাবরের মতো ইসলামপন্থীরা বাসেম ইউসুফের প্রতি রেগে আছেন। মুরসির শাসনামল থেকেই তারা তাকে ঘৃণা করে। তাই এর মধ্যে নতুনত্ব আর কিছু নেই। তবে নুতন বিষয়টি হচ্ছে, সামরিক-পক্ষের নিয়মের প্রতিক্রিয়া। এটিকে এল সিসি সমর্থকদের পক্ষের নিয়মও বলা যায়। এল সিসির সমর্থকেরা বাসেমকে উৎসাহ দিত। তবে সামরিক পক্ষের সমর্থকেরা প্রচন্ড রেগে গেছে। কারন এই বিখ্যাত কৌতুকাভিনেতা জেনারেলের সম্পর্কে কথা বলার দুঃসাহস দেখিয়েছেন!! যদিও তিনি জেনারেলকে নিয়ে সরাসরি কোন কৌতুক করেননি।  

Bassem Youssef and his show were trending on twitter. [4]

বাসেম ইয়সুফ এবং তাঁর অনুষ্ঠানটি টুইটারে আলোচনার ঝড় তুলেছে।  

শুক্রবারে [৭ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে] অনুষ্ঠানটি আবার এমবিসি মাসর চ্যানেলে সম্প্রচার করা শুরু হয়েছে [5]। সৌদি ব্যবসায়ী ওয়ালিদ আল ইব্রাহিম [6] এই চ্যানেলটির স্বত্তাধিকারী।  

বরাবরের মতোই লোকজন ভয়ে ছিল যে ইউসুফ কি মিশরীয় লৌহমানব এবং প্রতিরক্ষা মন্ত্রী ফিল্ড মার্শাল আব্দেল ফাত্তাহ আল সিসিকে নিয়ে কৌতুক করার সাহস দেখাবেন কিনা। এমনকি এই পর্বটি সম্প্রচারের আগেও লোকজন একই ভয় পেয়েছিলেন। 

@এ_এহালিমঃ [8]আমি নিশ্চিত যে বাসেম ইউসুফ আল সিসিকে নিয়ে আর কটাক্ষ করবে না। তিনি ইখওয়ানের মৃত দেহগুলোর উপর চড়ে আরও বেশি বেশি করে নাচবেন।   

রাগান্বিত আরব ডঃ আসাদ আবুখলিল আকাও ইউসুফের বিখ্যাত অনুষ্ঠানটি প্রচারের জন্য বেছে নেয়া টেলিভিশন চ্যানেল সম্পর্কে নিরাশা প্রকাশ [9]করেছেনঃ 

মিশরীয় কৌতুক অভিনেতা বাসেম ইউসুফ মুক্ত চিন্তার একটি নেটওয়ার্ক পাওয়ার জন্য গরু-খোজা খোঁজার পর সিদ্ধান্ত নিয়েছেন যে সৌদি এমবিসি টেলিভিশন কেন্দ্রই হচ্ছে সবগুলোর মধ্যে সবচেয়ে মুক্ত মনের টেলিভিশন চ্যানেল। কতোটা মনোরম। আমি নিশ্চিত যে ইউসুফের নুতন বস তাকে সৌদি রাজা এবং সিসিকে নিয়ে কৌতুক করতে দিবেন।

যাইহোক, পর্বটি প্রচারিত হওয়ার সাথে সাথেই তাঁর সারাংশ লিখেছেন জেইনোবিয়াঃ  

পর্বটি শুরু করা হয়েছে হাতে আঁকা একটি মজার ছবি দিয়ে। ছবিটিতে বাসেম এল সিসি/ সামরিক বাহিনী প্রীতিকে ইঙ্গিত করেছেন। কৌতুকপূর্ণ ভাবে ছবিটি উপস্থাপন করার পর বড় অনুষ্ঠানটি শুরু হয়। ইউসুফ এবং তাঁর দল সিবিসি এবং এটির মালিক মোহাম্মাদ আল আমিনের মুখের উপর সজোরে দড়াম করে দরজা বন্ধ করে দেয়। তিনি অন্যান্য অবজ্ঞেয় টেলিভিশন উপস্থাপককে নিয়ে ব্যাঙ্গ করেছেন। টেলিভিশন উপস্থাপক গণ, যারা বাড়াবাড়ি রকমের অভিব্যক্তি প্রকাশ করে তাকে আক্রমন করেছিল, তাদেরকে তিনি ব্যাঙ্গ করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি এমন লোকদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, যারা আল সিসির আঁকা ছবি দেখাবে কিন্তু নাম প্রকাশ করবে না। 

তিনি আরও বলেছেনঃ 

অনুষ্ঠানটির দ্বিতীয় ভাগে বাসেম মিশরীয় টেলিভিশন চ্যানেলগুলোর অতিমাত্রায় এল সিসি প্রীতি সম্পর্কে তাঁর কৌতুক চালিয়ে গেছেন। এমনকি রান্না বিষয়ক এবং ফ্যাশন বিষয়ক অনুষ্ঠানেও আল সিসি বন্দনা চালানো হয়।  

এখন প্রশ্ন হচ্ছে যে এমবিসি মাসর চ্যানেলে অনুষ্ঠানটি কতো দিন স্থায়ী হবে। বাসেম ইউসুফ তাঁর অনুষ্ঠানের জন্য একটি নুতন চ্যানেল পাওয়ার আগ পর্যন্ত অন্তত এখানেই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।