ভারতীয় ‘গুন্ডে’ সিনেমায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বাংলাদেশীদের প্রতিবাদ

বাংলাদেশের মানুষ ভারতের নতুন সিনেমা ‘গুন্ডে’র বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন। সিনেমার শুরুতে দেখা যায়, ১৯৭১ সালে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের’ পরিবর্তে ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধ হচ্ছে। আর সেই যুদ্ধের ফলেই বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে। এই সিনেমা নিয়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ হচ্ছে। অনেকে অভিযোগ করেছেন, ওই চলচ্চিত্রের মাধ্যমে গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে।

এছাড়াও রাস্তায় রাস্তায় প্রতিবাদ হয়েছে রাজধানী ঢাকায়। বাংলাদেশ সরকারও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

গুন্ডে সিনেমার পোস্টার। উইকিমিডিয়া থেকে নেয়া। (Gunday movie poster. Taken from Wikimedia.)

গুন্ডে সিনেমার পোস্টার। উইকিমিডিয়া থেকে নেয়া। (Gunday movie poster. Taken from Wikimedia.)

টুইটার ব্যবহারকারী আবদুল্লাহ আল নাদিম (@i_am_nadim) টুইট করেছেন:

এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ। এটা ইন্দো-পাক যুদ্ধ নয়। ইন্দো-পাক যুদ্ধ আমাদের স্বাধীনতা যুদ্ধেরই একটা অংশ।

ওয়ার্ল্ডফ্রেন্ডফরইউ (@worldfriend4u) পরিচালকের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন:

আপনার পুরো জাতিই আপনার অজ্ঞতায় লজ্জা পাবে। আপনি ইতিহাসের কিছুই জানেন না।

সায়মা সেলিম (@saima_selim) কোনো ধরনের গবেষণা ছাড়াই ‘গুন্ডে’ সিনেমা বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .