৬ মাস ব্যপী প্রশিক্ষণ কর্মশালা শেষে নিয়ামে বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের ফলাফল উপস্থাপন করতে একটি অনুষ্ঠান আয়োজন করে ম্যাপিং ফর নাইজার প্রকল্প। বিশ্ববিদ্যালয়টির ভূগোল বিভাগ থেকে পরিচালিত প্রকল্পটিতে ১২ জন ছাত্র অংশ নেয়। ২০১৩ সালের ক্ষুদ্র অনুদান প্রকল্পের সমন্বয়ের দায়িত্ব প্রাক্তন ছাত্র আলী দউকা মাহ্মানের কাছে স্থানান্তর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তৃক সাবেক প্রকল্প ব্যবস্থাপক অরসোলিয়া জেনিকে একটি সফলতার সনদ হস্তান্তর অনুষ্ঠান।

শিক্ষার্থী এবং গবেষক “পরিবারের ছবি”

শিক্ষার্থী আদামা সালু আব্দুল রাজ্জাককে কর্মশালার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান।

ম্যাপিং ফর নাইজার প্রকল্পের নতুন সমন্বয়কের বক্তৃতা।
ম্যাপিং ফর নাইজার ব্লগ থেকে সব ছবি পুনঃপ্রকাশিত।