৬ মাস ব্যপী প্রশিক্ষণ কর্মশালা শেষে নিয়ামে বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের ফলাফল উপস্থাপন করতে একটি অনুষ্ঠান আয়োজন করে ম্যাপিং ফর নাইজার প্রকল্প। বিশ্ববিদ্যালয়টির ভূগোল বিভাগ থেকে পরিচালিত প্রকল্পটিতে ১২ জন ছাত্র অংশ নেয়। ২০১৩ সালের ক্ষুদ্র অনুদান প্রকল্পের সমন্বয়ের দায়িত্ব প্রাক্তন ছাত্র আলী দউকা মাহ্মানের কাছে স্থানান্তর করা হবে।
ম্যাপিং ফর নাইজার ব্লগ থেকে সব ছবি পুনঃপ্রকাশিত।