নাইজারের একটি ম্যাপিং প্রকল্পের সফলতা উদযাপন অনুষ্ঠান

৬ মাস ব্যপী প্রশিক্ষণ কর্মশালা শেষে নিয়ামে বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের ফলাফল উপস্থাপন করতে একটি অনুষ্ঠান আয়োজন করে ম্যাপিং ফর নাইজার প্রকল্প। বিশ্ববিদ্যালয়টির ভূগোল বিভাগ থেকে পরিচালিত প্রকল্পটিতে ১২ জন ছাত্র অংশ নেয়। ২০১৩ সালের ক্ষুদ্র অনুদান প্রকল্পের সমন্বয়ের দায়িত্ব প্রাক্তন ছাত্র আলী দউকা মাহ্মানের কাছে স্থানান্তর করা হবে।   

Remise du témoignage de satisfaction à Mr Hamani Moumouni Gardien de la Faculté

বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তৃক সাবেক প্রকল্প ব্যবস্থাপক অরসোলিয়া জেনিকে একটি সফলতার সনদ হস্তান্তর অনুষ্ঠান। 

 

Photo de famille avec les Enseignants et Chercheurs de la Faculté

শিক্ষার্থী এবং গবেষক “পরিবারের ছবি” 

 

Rémise de l’attestation de 6 mois de Formation à l’étudiant ADAMA SALOU Abdoul Razak

শিক্ষার্থী আদামা সালু আব্দুল রাজ্জাককে কর্মশালার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান।  

 

Allocution du jeune coordinateur du Projet Mapping For Niger

ম্যাপিং ফর নাইজার প্রকল্পের নতুন সমন্বয়কের বক্তৃতা।  

ম্যাপিং ফর নাইজার ব্লগ থেকে সব ছবি পুনঃপ্রকাশিত। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .