- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরানে একটি টিভি অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ বিস্ফোরণ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, জাতি-বর্ণ, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, শিল্প ও সংস্কৃতি
Sarzamine Kohan

সারজামিন কোহান 

সারজামিন কোহান (প্রাচীন ভূমি) নামের একটি টিভি সিরিজের বিরুদ্ধে এই সপ্তাহে তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের ডেজফুল [1] এবং আহভাজ [2]সহ ইরানের বেশ কিছু শহরে প্রতিবাদ সমাবেশের সূত্রপাত হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, অনুষ্ঠানটি বাখতিয়ারি [3] জনগণ এবং ইরানের সাংবিধানিক বিপ্লবের [4] সময় তাঁদের নেতার ভূমিকাকে অপমানিত করেছে।

কাল্পনিক অনুষ্ঠানটির অন্তত একটি সংলাপে, বাখতিয়ারিদের “ইংরেজির সেবক” বলা হয়েছে [5], যার অর্থ তারা বিশ্বাসঘাতক ছিল। সংসদের ষাট জন সদস্য এই উপস্থাপনা সম্পর্কে অভিযোগ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি প্রতিবাদ চিঠি লিখেছেন। [5]

বাখতিয়ারি জনগণ মূলত চর মহল, বাখতিয়ারি অঞ্চলে এবং খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান প্রদেশের কিছু অংশে ​​বাস করেন। ইরানের ইতিহাসে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

দুজফুলে বিক্ষোভ

শুক্রবার ১৪, ২০১৪ তারিখে, দুজফুলে একটি বিক্ষোভের বেশ কয়েকটি ছবি ফ্রিডম ম্যাসেঞ্জার শেয়ার করেছেন। 

বেশ কিছু নেটিজেন বিতর্কিত এই সিরিজ সম্পর্কে টুইট করেছেন।

তেভিস টুইট করেছেনঃ [6] 

আজ তারা বাখতিয়ারিদের অপমান করেছে, আগামীকাল তারা অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গেও এমনটাই করবে।  

দ্যা_সিনা টুইট করেছেনঃ  [9]

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী তারিখে সোলেইমান মসজিদের ভেতর বিক্ষোভের ছবি এখানে রয়েছে। আপনি এটা প্রদর্শন করতে চাইলে, সহিংসতা ছাড়াই সঠিকভাবে করুন।  

মেহেদী মহসিন টুইট করেছেনঃ  

ইরানের তৃতীয় টিভি চ্যানেল (এটিও বিতর্কিত টিভি সিরিজটি সম্প্রচার করে) আজ বাখতিয়ারি সঙ্গীত বেশ কয়েকবার প্রচার করেছে। সম্ভবত বর্তমান উত্তপ্ত পরিবেশকে শান্ত করতে।