- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

[আলোকচিত্র]: বাংলাদেশের পাখি

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ছবি তোলা, নাগরিক মাধ্যম, পরিবেশ
A Cuckoo (Kokil in Bangla) sits on branch of a tree and eats fruit. Dhaka, Bangladesh. Image by Mehedi Hasan. Copyright Demotix (14/2/2014) [1]

গাছের ডালের উপর বসা একটি কোকিল (ইংরেজীতে কাক্কু) গাছের ফল খাচ্ছে। ঢাকা, বাংলাদেশ। ছবিঃ মেহেদি হাসান। সর্ব স্বত্ব ডেমোটিক্স (১৪/২/২০১৪)

বাংলাদেশের স্থানীয় বইগুলোতে দেশীয় পাখিগুলোর প্রায়ই ভুল ইংরেজি নাম থাকার পাশাপাশি পশ্চিমা ইংরেজি বইগুলোতেও বাংলা নাম না থাকায় একজন বিদেশীর পক্ষে বাংলাদেশের পাখি শনাক্ত করা কঠিন। বাংলা ব্লগের মুখ [2] ​​এবং জ্যাকব ও সানার ব্লগ [3]বাংলা ও ইংরেজি উভয় নামেই জনপ্রিয় পাখিগুলোর ছবি পোস্ট করে এ ব্যাপারে সাহায্য করার চেষ্টা করেছে।