বাংলাদেশের স্থানীয় বইগুলোতে দেশীয় পাখিগুলোর প্রায়ই ভুল ইংরেজি নাম থাকার পাশাপাশি পশ্চিমা ইংরেজি বইগুলোতেও বাংলা নাম না থাকায় একজন বিদেশীর পক্ষে বাংলাদেশের পাখি শনাক্ত করা কঠিন। বাংলা ব্লগের মুখ এবং জ্যাকব ও সানার ব্লগ বাংলা ও ইংরেজি উভয় নামেই জনপ্রিয় পাখিগুলোর ছবি পোস্ট করে এ ব্যাপারে সাহায্য করার চেষ্টা করেছে।