চীনের অন্যতম বৃহত্তম অভিসারী ওয়েবসাইট হচ্ছে বাইহে ডট কম। তারা হয়তোবা কখনও কল্পনাও করতে পারে নি যে তাদের তথাকথিত চৌকশ এবং মর্মস্পর্শী টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে বিপর্যয় ঘটবে এবং একটি অনলাইন প্রতিবাদের জন্ম দিবে।
এটির অফলাইন অভিসারী স্টোরের প্রচার কার্যের একটি অংশ হিসেবে, বাইহে চীনা নববর্ষের সময়ে টেলিভিশনে একটি বাণিজ্যিক বিজ্ঞাপন মুক্তি দিয়েছে। পারিবারিক পুনর্মিলনীর জন্য ছুটির দিনগুলোতে যে সব চীনা নারী-পুরুষের কোন সঙ্গী নেই, তারা আরও বেশী হতাশায় ভোগেন। কেননা, তখন সমগ্র পরিবার থেকে তাঁর ব্যক্তিগত বিষয়গুলোতে যে বাড়তি মনোযোগ এবং চাপ দেয়া হয়, তা একবারেই অবহনযোগ্য। তাই ৩০ সেকেন্ড দীর্ঘ বাইহের এই বিজ্ঞাপনটি একেবারে যথার্থ সময়ে এসেছে।
বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, একজন তরুণী অবশেষে তাঁর মরণাপন্ন দাদীর কথা রাখতে গিয়ে বিয়ে করেছে। তাঁর শিক্ষাগত এবং পেশাগত সফল্য অর্জনের পরে প্রতিবার যখন সে বাড়ি গিয়েছে, তখন প্রতিবার তাঁর দাদি তাকে জিজ্ঞাসা করেছে যে সে বিয়ে করবে কবে? শিরোনামটি অনেকটা এমনঃ ভালোবাসার কারণে আমি অপেক্ষা করতে পারবো না। এই বাণিজ্যিক বিজ্ঞাপনটিতে শুধুমাত্র একটি বার্তা পৌছানোর চেষ্টা করা হয়েছেঃ
http://www.youtube.com/watch?v=ul0KyzDK5Cs
সঠিক ব্যক্তি হোক আর না হোক, বিয়ে করার সাথে সাথে আপনি পরিবারের ইচ্ছা, আপনার ব্যক্তিগত ইচ্ছা পূরণ করছেন এবং এতে করে পরিবারে সুখ শান্তি অটুট আছে বলে গণ্য করা হচ্ছে।
এই বাণিজ্যিক বিজ্ঞাপনটি অনলাইনে ব্যাপক অভিযোগ উস্কে দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, এটি বিয়ে সম্পর্কে ভুল ধারণা প্রচার করার চেষ্টা করছে। এটি পরিবারের রক্তের সম্পর্কের সুযোগ নিয়ে এই ভুল ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করছে। “কাই পুনিং” নেতিজেনরা গত ৬ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে বাইহের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সিনা ওয়েইবোতে একটি প্রচারাভিযানের আয়োজন করেন। দুদিনের চেয়েও কম সময়ের মধ্যে ৭ মিলিয়নেরও বেশী লোক এই প্রচারাভিযানে যোগ দিয়েছেন। এই বিজ্ঞাপনটি নিষিদ্ধ করা উচিৎ বলে তারা জোর দাবি জানিয়েছেন। তারা আরও বলেছেন, বাইহে ওয়েবসাইটটির নেটিজেনদের কাছে ক্ষমা চাওয়া উচিৎ।
নেটিজেনরা “লাও চাও” ওয়েইবোতে মন্তব্য করেছেনঃ
在老外婆垂死前一声声催命似地追问下,女孩走进婚姻,又一个鲜活的生命成为亲情的殉葬品,“这是我见过的最恐怖最狼心狗肺的广告”。
বৃদ্ধ মরণাপন্ন দাদি কেঁদে কেটে তাকে বিয়ে করতে জোর করার পর মেয়েটি ছুটে গিয়ে বিয়ে করল। এতে করে পারিবারিক সম্পর্কের কারণে জলজ্যান্ত একটি জীবনকে বলি দেয়া হল। এটি আমার দেখা সবচেয়ে বিদঘুটে এবং অসন্তোষজনক একটি বিজ্ঞাপন।
আরেকজন নেটিজেন “গোঙ্গডা হুইয়ানের” বিজ্ঞাপনটি লিঙ্গ বৈষম্য সম্পর্কে যে অনুভূতি ছড়িয়ে দিচ্ছে তা নিয়ে আরও বেশী উদ্বিগ্নঃ
其实逼婚并没有那么反感,但是通篇表达的性别歧视让人不满。否认女主角事业学业,只承认她的婚姻价值。
আসলে জোরপূর্বক বিয়ে ততোটা আপত্তিকর নয়। তবে সারা বিজ্ঞাপন জুড়ে লিঙ্গ বৈষম্যকে যেভাবে প্রকাশ করা হয়েছে, তা আমাকে খুব বিরক্ত করেছে। এখানে [সমাজ] মেয়েটির শিক্ষাগত পেশাকে অপ্রয়োজনীয় বলে মনে করছে এবং শুধুমাত্র তাঁর বিয়েকে বেশী প্রাধান্য দিচ্ছে।