আলোকচিত্র: প্রথমবারের মতো ভোট দিলেন অভিবাসী কোস্টারিকনরা

বিদেশে বসবাসকারী কোস্টারিকনদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে প্রথমবারের মত অনুমতি দেওয়া হয়েছে। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কোস্টারিকনরা তাদের ভোটাধিকার সম্পর্কে আলোচনা করতে টুইটার ব্যবহার করেছেন।

এই সময়, বিদেশে বসবাসরত প্রায় ১৫,০০০ কোস্টারিকানদের মূল্যবান ভোট দ্বিতীয় দফা নির্বাচনের ঝামেলা এড়াতে পারে।  

অস্ট্রেলিয়ায় বসবাসকারী একজন কোস্টারিকান এর কাছ থেকে তাঁর প্রথম ভোট দানের প্রতিক্রিয়া পাবার পর থেকে জাপান, ফ্রান্স, আমেরিকা এবং আরও অনেক জায়গা থেকে কোস্টারিকান অভিবাসীরা তাঁদের ভোট প্রদানের সুযোগ সম্পর্কে উত্তেজনাপূর্ণ রিপোর্ট করছেন।   

ওয়াশিংটন থেকে স্টেফানি রিপোর্ট করেছেন:

ওয়াশিংটন ডিসিতে আমি আমার ভোট বাঁচিয়ে রেখেছি।  

বোস্টন থেকে নিউ ইয়র্কে ভ্রমণ করে ফ্রান্সিসকো তাঁর ভোটাধিকারের চর্চা করেছেনঃ 

ফ্রান্সিসকো দেল্গাদো বোস্টনে পড়াশোনা করেন এবং ভোট দিতে নিউ ইয়র্কে যান। 

এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিয়েগো রিভেরা এই ছবি শেয়ার করেছেন:

আমি ইতিমধ্যেই ভোট দিয়েছি!!! (মিয়ামির কোস্টা রিকা এর কনস্যুলেট!)

ব্রাসেলস থেকে সিলভিয়া মুনোজ এবং আলেকজান্ডার মোলিনা তাদের ভোট উদযাপন করেছেন:

সিলভিয়া মুনজ সলানো এবং আলেকজান্ডার মোলিনা লোপেজ ইউরোপের প্রশাসনিক রাজধানী ব্রাসেলসে ভোট দিয়েছেন।  

চীনের কারটাগো থেকে একটি নবযুবতী তার ভোট প্রদানের রিপোর্ট করেছেন:

কারটাগো থেকে সোফিয়া হারনান্দেজ, চীনে ভোট দিয়েছেন। বেইজিং এর ভোট কেন্দ্রটি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।   

আর হেগ, নেদারল্যান্ডস থেকে আদল্ভো চেভস রিপোর্ট করেছেন:

হেগ এ আমার ভোট। 

#VotoExteriorCR [বিদেশে কোস্টারিকার ভোট], #EleccionesCR [নির্বাচনে কোস্টারিকা] এবং #VivoMiVoto [আমি আমার ভোট দিতে ভালোবাসি] হ্যাশট্যাগগুলোতে এ সংক্রান্ত আরও ছবি এবং রিপোর্ট পাওয়া যাবে।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .