দ্যা সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ বা এসএমইএক্স একটি সংগঠন যেটি, “মানুষের ক্ষমতায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন মিডিয়ার কৌশলগত ব্যবহারের প্রচার দ্বারা সম্ভাবনার দ্বার প্রসারিত করার লক্ষ্যে কাজ করে”। সংগঠনটি মূলত লেবানন ভিত্তিক, তবে তারা আরব সমাজ, ভাষা ও সংস্কৃতির প্রেক্ষাপটে কাজ করে থাকে।
সামাজিক মিডিয়া কর্মীদের জন্য ব্যবহারযোগ্য বিভিন্ন বিষয়ের সম্মিলন ঘটাতে একটি সাম্প্রতিকতম প্রকল্প হচ্ছে তাশরুক, যেটি আরবিতে (ইংরেজির মত) কাজ করছে। তাশরুক এর অর্থ হচ্ছে, আরবিতে সহযোগিতা করা, তালিকা এবং জ্ঞান সম্পদের শ্রেণীবদ্ধকরণ করা – যার অনেকগুলো ওপেন লাইসেন্স কৃত। তাঁদের বক্তব্যনুযায়ীঃ
এই সাইটটির উদ্দেশ্য হচ্ছে, নতুন প্রশিক্ষক এবং সম্প্রদায় মিডিয়া গ্রুপের ক্ষমতায়ন এবং এডভোকেসির জন্য ডিজিটাল ও সামাজিক মিডিয়া সম্পর্কিত উচ্চমানের বিষয়বস্তু খোজার কাজ আরও সহজ ও দ্রুততর করা। এমনটি করে, আমরা শুধুমাত্র ডিজিটাল ও সামাজিক মিডিয়ার কৌশলগত ব্যবহার গ্রহণ এবং নতুনত্ব ত্বরান্বিত আশা করি না, বরং স্থানীয় প্রশিক্ষকে সাহায্য করারও প্রত্যাশা করি, যারা তাদের সম্প্রদায়ের নেতৃত্ব দেয়।
এছাড়াও আমরা এই অঞ্চল জুড়ে মিডিয়া ক্ষমতায়ন প্রশিক্ষকের অনুশীলনের জন্য একটি সম্প্রদায়কে প্রভাবিত করার ক্ষেত্রে তাশরুককে প্রথম পদক্ষেপ হিসাবে মনে করি।
আগামী সপ্তাহ এবং মাসগুলোতে আমরা আমাদের ফেসবুক এবং টুইটার ফিডে তাশরুক সম্পদ সম্পর্কে আলোচনা করব।