ইরানে প্রচারণার একটি বছর

Just Access

জাস্ট এক্সেস থেকে নেওয়া এক ছবি, আরেশ শেভম-এর এক প্রচারণা, যেটিতে সাধারণ ইরানী নাগরিকদের মাঝে তৈরী হওয়া অর্থনৈতিক প্রতিবন্ধকতার প্রভাবের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

ইরানি নাগরিকরা ২০১৩ সালে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়েছে: নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং পারমাণবিক এক চুক্তির সূত্রপাত। দুটি ঘটনা অনেক ইরানী নাগরিকের মনে নতুন এক উন্নত এবং কম যন্ত্রণাদায়ক ভবিষ্যতের আশার আলো জ্বালিয়েছে।

এদিকে দেশটিতে দমন পীড়ন এবং সেন্সরশীপ চালু রয়েছে; এর মধ্যে উই চ্যাট ফিল্টারিং করা থেকে প্রযুক্তি জগতের কর্মী এবং কবিদের গণগ্রেফতারও রয়েছে।

ইরানে, ২০১৩ সালে বৈচিত্র্যময় বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি ইন্টারনেট প্রচারণা চালু হয়, এতে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ থেকে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে ঠাট্টা করা,কুকুর রক্ষা হতে কাল্পনিক এক রাষ্ট্রপতি পদপ্রার্থীর প্রচারণাও অন্তর্ভুক্ত ছিল।

এক সাধারণ শত্রু

ইরানের দুই চলচ্চিত্র তারকা, যাদের একজনের বাস দেশে অন্যজন নির্বাসনে প্রবাসে, তারা দুজনে মিলে ইরানে যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এক অনলাইন প্রচারণা চালু করেছে।

গত মে মাসে, ইরানের বাহরাম রাদান, বর্তমানে প্যারিসে নির্বাসিত প্রাক্তন সহ অভিনেতা গোলশিফতে ফারহানির সাথে মিলে একিউট মাইওলিড লিউকেমিয়া (এএমএল) নামক ক্যান্সারে আক্রান্ত শাহারজাদে নামক এক ইরানি নাগরিকের জীবন বাঁচানো প্রচারণার অংশ হিসেবে ইউটিউবের ভিডিওতে দৃশ্যমান হন। .

পুরুষের মত কাজ, নারীর মত সাজ

“নারী হওয়া কোন অপরাধ নয় অথবা কাউকে আঘাত করা নয়” নামক এক ফেসবুক প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকজন কুর্দি পুরুষ নারীর সাজে নিজেদের সজ্জিত করে ছবি তোলে। এই সমস্ত ছবি ফেসবুকের একটা পাতায় উঠে আসে যে পাতার নাম “সমতার পক্ষে কুর্দি পুরুষ”। এই কাহিনীর শুরু তখন থেকে যখন গত বছরের এপ্রিল মাসে ইরানের কুর্দিস্তানের মারিভান শহরের স্থানীয় আদালতের নির্দেশে আভ্যন্তরীণ প্রথা না মানার কারণে লাল পোষাক পড়া এক ব্যক্তিকে পুলিশ রাস্তায় প্রদর্শন করে।

manwoman-253x300

#ইরানজিনস: হ্যাঁ, আমরাও জিনস পড়ি

অক্টোবর মাসে, ইরানের ইন্টারনেট ইজরায়েল-এর প্রধানমন্ত্রীর বেনইয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ঠাট্টা করা পোস্ট, টুইট, ও ছবিতে সয়লাব হয়ে যায়, যখন তিনি মন্তব্য করেন, ইরানিরা জিনস পড়ার মত স্বাধীন নয়।

jeans_Iran (1)

রাষ্ট্রপতি নির্বাচনে এক কাল্পনিক পদপ্রার্থী

মে মাসে, ইউনাইটেডফরইরান নামক একটি একটিভিস্ট ওয়েবসাইট এবং ধারাবাহিক ওয়েব কমিক জাহরাস প্যারাডাইস মিলে বিদ্রুপের মাধ্যমে ইরানের রাজনৈতিক ব্যবস্থার দুর্নীতি তুলে ধরার জন্য “২০১৩ সালের রাষ্ট্রপতি পদের জন্য জাহরা” নামক ভার্চুয়াল প্রচারণা চালু করে

zahra2-375x137

ন্যায়সংগত অধিকার

ইরানের চিকিৎসা পরিস্থিতির বর্তমান বিশৃঙ্খলার জন্য আন্তর্জাতিক প্রতিবন্ধকতা এবং ইরান সরকারের অব্যবস্থাপনা, দুটোর সংমিশ্রণকে দায়ী করা হয়।
ইরানে বসবাসরত নাগরিকদের জন্য চিকিৎসা, মানবিক উপাদান সামগ্রী এবং প্রতিবন্ধকতা সামগ্রী নয় এমন উপাদান সামগ্রী পাওয়ার বিষয়টি পুনরায় স্থাপনের জন্য মানবাধিকার সংস্থা আরেশ শেভম নামক প্রতিষ্ঠান জাস্ট এক্সেস (ন্যায়সংগত অধিকার) নামক প্রচারণা শুরু করেছে।

দেশের অভ্যন্তরে বসবাসরত নাগরিকদের সাক্ষাৎকারের মাধ্যমে সম্প্রতি গ্লোবাল ভয়েসেস ইরানের চিকিৎসা পরিস্থিতি নিয়ে সংবাদ প্রদান করেছে

justacces

“সেরা বন্ধুকে” রক্ষা করা

রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরদের আশ্রয় প্রদানের জন্য তাব্রিজের একটি বেসরকারি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যার নাম পারদিস এনিমাল শেল্টার, যেটি ভার্চুয়াল বিজ্ঞাপনী প্রচারণা সহ অক্টোবরের শেষে তার কাজ শুরু করে। ইরানী কর্তৃপক্ষ সাধারণ কুকুর মালিক এবং কুকুরের প্রতি বিরূপ। উক্ত আশ্রয় প্রদানকারী প্রতিষ্ঠান তাদের ফেসবুক পাতায় বলছে যে তাদের ইচ্ছে, “তারা কণ্ঠ এবং নিরাপত্তাহীন প্রাণীদের কণ্ঠ দিতে এবং আশ্রয় হতে চায়!”

Pardise animal shelter Facebook page

পারদিস প্রাণী আশ্রয় কেন্দ্রের ফেসবুক পাতা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .