ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী শহরে কাজ করা অধিবাসী, দর্শনার্থী এবং জনগণকে চতুর্থ দিনের মতো ঘন, কালো ও অশুভ ধোঁয়া সহ্য করতে হয়েছে। এই কালো ধোঁয়া নগরীকে আবৃত করে রেখেছে।
Welcome to Smoke of Spain! The capital of Trinidad and Tobago! @tv6tntpic.twitter.com/LehWEfQEvn
— Mevon Soodeen (@XplicitMevon) January 29, 2014
স্পেনের ধোঁয়ায় আপনাকে স্বাগতম! ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী!
সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ইন্টারনেটবাসীদের মাঝে শুধু এই পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। আপাতদৃষ্টিতে কর্তৃপক্ষের ধীর প্রতিক্রিয়ার কারণে ইন্টারনেটবাসী খুব দ্রুত তাদের ধৈর্য্য হারিয়ে ফেলছেনঃ
Honestly I consider the deliberate (if they are deliberate) lighting of fires in the Beetham dump as 1.Terrorism. 2. Gross mismanagement — LJ Fresh (@ljzimberlis) January 30, 2014
সত্যিকার অর্থে আমি মনে করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে (যদি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে) বেথাম আবর্জনা স্তূপে আগুন লাগানো হয়েছে। ১. সন্ত্রাস ও ২. চরম অব্যবস্থাপনার জন্য এ সংকটের উৎপত্তি।
I'm now dreading to pass the Beetham these few days, I see police, but they in their air condition cars @vsurajdeen@DayVan_TeaMal — Haydn Dunn (@HaydnDunn) January 29, 2014
এই কয়েক দিন যাবৎ আমি বেথামের পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছি। সেখানে আমি পুলিশ থাকতে দেখেছি। তবে তারা তাদের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে ছিল।
এই ঘন ধোঁয়ার কারণে অন্যান্যরা সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও বেশী উদ্বিগ্নঃ
Hospitals were placed on high alert after the toxic fumes from the Beetham Landfill sicken citizens — Clyde Jemmott (@outlaw961) January 30, 2014
বেথাম আস্তাকুড় থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হওয়ায় নাগরিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে হাসপাতালগুলোকে আরও বেশী সতর্ক অবস্থায় রাখা হচ্ছে।
Health Ministry: Smoke from Beetham landfill fires may be hazardous to health………NO WAY!!!! YOU SERIOUS! O.M.G! -_- — Ryan Richard Brown (@RyanBumpyBrown) January 30, 2014
স্বাস্থ্য মন্ত্রনালয়ঃ বেথাম আস্তাকুড়ের আগুন থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে………কোন উপায় নেই!!!! আপনি সত্যি ভাবছেন! হে আমার সৃষ্টিকর্তা! -_-
This beetham smoke is going to kill everyone — Nicola Scott (@NicolaScott_16) January 30, 2014
বেথামের এই ধোঁয়া সবাইকে মেরে ফেলতে যাচ্ছে।
Geez have to work in this Wth. #Smoke#Toxic#Beetham#Landfill#Fire#Poison#POS#TnT#SwaggLifehttp://t.co/CYDPNpAxCB
— Android/FuzionBanton (@PRINCE_N4_SWAGG) January 30, 2014
সবাইকে এই আবহাওয়াতেও কাজ করতে হচ্ছে।
মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া অনেক শিক্ষার্থী এই বিষয়টি নিয়ে একমত হয়েছে। সারা রাজধানী শহর জুড়ে থাকা বিদ্যালয়গুলো বন্ধ রাখা সম্পর্কে তারা তাদের মন্তব্য প্রকাশ করেছে। অপরিকল্পিত এই ছুটি পেয়ে কেউ কেউ বেশ খুশীঃ
Thank you beetham people for another day away from school
— Tyreke ₵00₱€® (@Maestro237) January 30, 2014
আরেকটি দিন বিদ্যালয় ছুটি পাওয়ার জন্য বেথামের জনগণকে ধন্যবাদ।
Once again, give thanks to the beetham villagers, school's out✌️ — kaela archer (@kaelaarcher) January 30, 2014
বেথাম গ্রামবাসীকে আরও একবার ধন্যবাদ জানাই। এখন স্কুল ছুটি। ✌️
অন্যরা এতে খুশী হতে পারেনিঃ
Beetham needs to stop. I'd like to pass my exams without asthma. — Eliese ☺ (@x_Carterr) January 30, 2014
বেথামের সমস্যার সমাধান প্রয়োজন। কোন রকম শ্বাসকষ্টে না ভুগে আমি আমার পরীক্ষা শেষ করতে পারলে খুশী হব।
Men happy they getting sent home but what's going on in the Beetham is a serious health hazard. #thefog#thesmog — Jesé (@JesseJoseph2) January 30, 2014
লোকেরা বাড়ি যেতে পেরে বেশ খুশী। তবে বেথামে যা ঘটছে, তাতে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় হতে যাচ্ছে।
সরকারী কর্মকর্তারাও এই ইস্যুটিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করেছেন। আইন মন্ত্রী প্রকাশ রামাধার টুইট করেছেনঃ
The Beetham Landfill and associated challenges will be dealt with at Cabinet today as top priority, beyond what is already in place#i4TANDT
— Prakash Ramadhar (@PrakashRamadhar) January 30, 2014
বেথাম এবং তৎসংশ্লিষ্ট চ্যালেঞ্জ সমুহ প্রধান অগ্রগণ্য বিষয় হিসেবে আজ ক্যাবিনেটে উপস্থাপিত হবে। ইতোমধ্যেই সবকিছু ছাড়িয়ে এই ইস্যুটিকে ক্যাবিনেটে তুলে ধরা হয়েছে।
পরিবেশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা অতঃপর পোস্ট করেছেনঃ
ICYMI! The EMA met with SWMCOL yesterday morning to assess the current issue regarding the Beetham Landfill fires, and issued a joint…
— EMA (@emauthority) January 30, 2014
আইসিওয়াইএমআই! বেথাম আস্তাকুড়ে আগুন প্রসঙ্গে সাম্প্রতিক ইস্যু মূল্যায়ন করতে ইএমএ গতকাল সকালে এসডব্লিউএমসিওএলের সাথে সাক্ষাৎ করেছে। একটি যৌথ ইস্যুতে…
কর্তৃপক্ষের চূড়ান্ত পদক্ষেপ কি হবে তা এখনো দেখা বাকি রয়ে গেছে ।
পরিস্থিতির কতোটা উন্নতি হচ্ছে তা জানতে টুইটারে #বেথাম হ্যাশট্যাগটি ব্যবহার করে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন।
মার্ক ফ্রাংকো অনুমতিক্রমে এই ছোট ছবিটি পোস্ট করেছেন।