আস্তাকুড়ে লাগা আগুনের ধোঁয়ায় জিম্মি হয়ে পড়েছে ত্রিনিদাদের রাজধানী

ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী শহরে কাজ করা অধিবাসী, দর্শনার্থী এবং জনগণকে চতুর্থ দিনের মতো ঘন, কালো ও অশুভ ধোঁয়া সহ্য করতে হয়েছে। এই কালো ধোঁয়া নগরীকে আবৃত করে রেখেছে। 

স্পেনের ধোঁয়ায় আপনাকে স্বাগতম! ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী! 

সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ইন্টারনেটবাসীদের মাঝে শুধু এই পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। আপাতদৃষ্টিতে কর্তৃপক্ষের ধীর প্রতিক্রিয়ার কারণে ইন্টারনেটবাসী খুব দ্রুত তাদের ধৈর্য্য হারিয়ে ফেলছেনঃ  

সত্যিকার অর্থে আমি মনে করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে (যদি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে) বেথাম আবর্জনা স্তূপে আগুন লাগানো হয়েছে। ১. সন্ত্রাস ও ২. চরম অব্যবস্থাপনার জন্য এ সংকটের উৎপত্তি। 

এই কয়েক দিন যাবৎ আমি বেথামের পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছি। সেখানে আমি পুলিশ থাকতে দেখেছি। তবে তারা তাদের শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে ছিল।

এই ঘন ধোঁয়ার কারণে অন্যান্যরা সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও বেশী উদ্বিগ্নঃ   

বেথাম আস্তাকুড় থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হওয়ায় নাগরিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে হাসপাতালগুলোকে আরও বেশী সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রনালয়ঃ বেথাম আস্তাকুড়ের আগুন থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে………কোন উপায় নেই!!!! আপনি সত্যি ভাবছেন! হে আমার সৃষ্টিকর্তা! -_- 

বেথামের এই ধোঁয়া সবাইকে মেরে ফেলতে যাচ্ছে। 

সবাইকে এই আবহাওয়াতেও কাজ করতে হচ্ছে। 

মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া অনেক শিক্ষার্থী এই বিষয়টি নিয়ে একমত হয়েছে। সারা রাজধানী শহর জুড়ে থাকা বিদ্যালয়গুলো বন্ধ রাখা সম্পর্কে তারা তাদের মন্তব্য প্রকাশ করেছে। অপরিকল্পিত এই ছুটি পেয়ে কেউ কেউ বেশ খুশীঃ 

আরেকটি দিন বিদ্যালয় ছুটি পাওয়ার জন্য বেথামের জনগণকে ধন্যবাদ।  

বেথাম গ্রামবাসীকে আরও একবার ধন্যবাদ জানাই। এখন স্কুল ছুটি। ✌️

অন্যরা এতে খুশী হতে পারেনিঃ 

বেথামের সমস্যার সমাধান প্রয়োজন। কোন রকম শ্বাসকষ্টে না ভুগে আমি আমার পরীক্ষা শেষ করতে পারলে খুশী হব।   

লোকেরা বাড়ি যেতে পেরে বেশ খুশী। তবে বেথামে যা ঘটছে, তাতে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় হতে যাচ্ছে। 

সরকারী কর্মকর্তারাও এই ইস্যুটিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করেছেন। আইন মন্ত্রী প্রকাশ রামাধার টুইট করেছেনঃ 

বেথাম এবং তৎসংশ্লিষ্ট চ্যালেঞ্জ সমুহ প্রধান অগ্রগণ্য বিষয় হিসেবে আজ ক্যাবিনেটে উপস্থাপিত হবে। ইতোমধ্যেই সবকিছু ছাড়িয়ে এই ইস্যুটিকে ক্যাবিনেটে তুলে ধরা হয়েছে। 

পরিবেশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা অতঃপর পোস্ট করেছেনঃ  

আইসিওয়াইএমআই! বেথাম আস্তাকুড়ে আগুন প্রসঙ্গে সাম্প্রতিক ইস্যু মূল্যায়ন করতে ইএমএ গতকাল সকালে এসডব্লিউএমসিওএলের সাথে সাক্ষাৎ করেছে। একটি যৌথ ইস্যুতে…   

কর্তৃপক্ষের চূড়ান্ত পদক্ষেপ কি হবে তা এখনো দেখা বাকি রয়ে গেছে ।

পরিস্থিতির কতোটা উন্নতি হচ্ছে তা জানতে টুইটারে #বেথাম হ্যাশট্যাগটি ব্যবহার করে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন।  

মার্ক ফ্রাংকো অনুমতিক্রমে এই ছোট ছবিটি পোস্ট করেছেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .