ইরানের তুষারপাতে বিদ্যুৎ, গ্যাস ও পানি বিহীন ৫ লক্ষ মানুষ

Snow in Mazandaran. Source: Mehr. Photographer: Pejman Marzi.

মাজান্দ্রানে তুষারপাত। সূত্রঃ মেহের নিউজ এজেন্সি। ছবিঃ পেজমান মারজি।  

এই সপ্তাহে ইরানের গিলান এবং মাজান্ড্রান উত্তর প্রদেশের বিভিন্ন গ্রামে এক ভয়ংকর তুষার ঝড়ে প্রায় ৫ লক্ষ মানুষ বিদ্যুৎ, গ্যাস এবং পানি ছাড়াই আটকা পড়েছে।   

একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বলেছেন, গত ৫০ বছরের মধ্যে ইরানে এটি সবচেয়ে ভারি তুষারপাত। হাজার হাজার মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে রাখা হয়েছে হাসপাতালে।

যা১–১রা টুইট করেছেন:

আমার পরিবার নিয়ে আমি চিন্তিত নই, কয়েক মাসের জন্য তাঁদের কাছে চাল মজুদ রয়েছে।   

ফারশাদ ফারিয়াবি লিখেছেনঃ 

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল ব্লিডট [একটি সফরে যিনি এখন ইরানে] এখনই সুইডেনে ফিরে যেতে পারবেন না। কারণ, ইরানে আরও বরফ পড়বে। 

সহেলিয়া সাদেঘ টুইট করেছেনঃ 

ভারী তুষার পাতের ফলে গিলানে একটি স্কুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মায়াসাম বিজার টুইট করেছেনঃ 

তুষারপাতের দিনগুলোতে বোতলজাত পানির মূল্য চার গুন বেড়ে গেছে। আমাদের নিজেদের জন্যই আমাদের যদি কোন সমবেদনা বা দুঃখবোধ না থাকে, তবে আমাদের শত্রুদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি ?  

মজদেহ এ টুইট করেছেনঃ 

অন্যদের জন্য যা আশীর্বাদ, আমাদের জন্য তা অভিশাপ।

সাহাম বরঘানি গত মাসে (১০, জানুয়ারি) চা এবং তুষারপাতের একটি ছবি শেয়ার করেছেনঃ 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .