এই সপ্তাহে ইরানের গিলান এবং মাজান্ড্রান উত্তর প্রদেশের বিভিন্ন গ্রামে এক ভয়ংকর তুষার ঝড়ে প্রায় ৫ লক্ষ মানুষ বিদ্যুৎ, গ্যাস এবং পানি ছাড়াই আটকা পড়েছে।
একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বলেছেন, গত ৫০ বছরের মধ্যে ইরানে এটি সবচেয়ে ভারি তুষারপাত। হাজার হাজার মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে রাখা হয়েছে হাসপাতালে।
যা১–১রা টুইট করেছেন:
من ازین باباتم خیالم از خونواده جمه که می دونم اندازه چن ماه برنج دارن #برف #شمال 😐
— ZA1-1RA (@zara_esm) February 3, 2014
আমার পরিবার নিয়ে আমি চিন্তিত নই, কয়েক মাসের জন্য তাঁদের কাছে চাল মজুদ রয়েছে।
ফারশাদ ফারিয়াবি লিখেছেনঃ
فکر کنم #وزیرخارجه #سوئد برنگرده از ایران چون الان #برف و سرما تو #ایران بیشتر از سوئد شده 🙂
— Farshid Faryabi (@F_Faryabi) February 3, 2014
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল ব্লিডট [একটি সফরে যিনি এখন ইরানে] এখনই সুইডেনে ফিরে যেতে পারবেন না। কারণ, ইরানে আরও বরফ পড়বে।
সহেলিয়া সাদেঘ টুইট করেছেনঃ
به علت بارش برف در شرق #گيلان، یک مدرسه ابتدایی بدلیل فرسودگی تخریب شد #آموزشپرورش #مدارس #دانشآموز #معلم #مازندران #رشت #گرگان #اردبيل
— soheila sadegh (@Soheila_Sadegh) February 3, 2014
ভারী তুষার পাতের ফলে গিলানে একটি স্কুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মায়াসাম বিজার টুইট করেছেনঃ
شهروند #مازندرانی: بخاطر #برف 6 عدد آب معدنی کوچک 3 هزار تومانی را خریدیم 12 هزار تومان. خودمون به خودمون رحم نمیکنیم از دشمن انتظار داریم؟
— Maysam Bizar (@M_Bizar) February 3, 2014
তুষারপাতের দিনগুলোতে বোতলজাত পানির মূল্য চার গুন বেড়ে গেছে। আমাদের নিজেদের জন্যই আমাদের যদি কোন সমবেদনা বা দুঃখবোধ না থাকে, তবে আমাদের শত্রুদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি ?
মজদেহ এ টুইট করেছেনঃ
هر چی برا بقیه دنیا نعمته واسه ایرانی جماعت نکبته #برف
— mozhdeh A (@MozhdehT) February 3, 2014
অন্যদের জন্য যা আশীর্বাদ, আমাদের জন্য তা অভিশাপ।
সাহাম বরঘানি গত মাসে (১০, জানুয়ারি) চা এবং তুষারপাতের একটি ছবি শেয়ার করেছেনঃ
#برف و #چای pic.twitter.com/6phbpubCjJ
— saham Boorghani (@sahamedin) January 10, 2014