ইরানের নৈরাজ্যবাদী শ্রমিকদের ফেসবুক পাতা রিপোর্ট করেছে, আন্দোলনরত বেশ কিছু খনি শ্রমিক ইয়াযদ প্রদেশে গ্রেফতার হয়েছেন। ইরানের শিক্ষার্থীরা টুইট করেছেঃ
Security Forces Illegally Arrest Striking Workers http://t.co/M0f8faTlqw#Iran#IranElection
— Iran دانشجویان ایران (@GreenQuran) January 31, 2014
নিরাপত্তা বাহিনী অবৈধভাবে আন্দোলনরত শ্রমিকদের গ্রেফতার করেছে।