লেবানন: আর্মেনিয়ান গণহত্যার স্মরণে নতুন ডাকটিকেট

আর্মেনিয়ান গণহত্যার স্মরণে লেবানন নতুন জাতীয় ডাকটিকেট প্রকাশ করেছে। দেশটির টেলিযোগাযোগ মন্ত্রী নিকোলাস শেহনাউই টু্‌ইটারে ডাকটিকেট প্রকাশের ঘোষণা দিয়ে এটির প্রতীকি গুরুত্বের ওপর জোর দেন:

আমরা আজকে আর্মেনিয়ার গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন জাতীয় ডাকটিকেট উৎপাদনের চুক্তিতে স্বাক্ষর করলাম।

এই ডাকটিকেট পৃথিবীর যে প্রান্তেই যাবে, আর্মেনিয়ান গণহত্যা নিয়ে বিশ্ববাসী আমাদের গগণবিদারী চিৎকার শুনতে পাবেন।

নতুন ডাকটিকেটের মাধ্যমে আমরা আমাদের আর্মেনিয়ান সহযোগীদের এই বার্তা দিতে চেয়েছি, তারা আমাদের লেবানিজ সমাজের মূল অংশ। আমরা তাদের নিয়ে গর্বিত।

আর্মেনিয়ার গণহত্যার স্মরণে প্রকাশিতব্য ডাকটিকেটের ছবি।

তত্কালীন তুরস্কে (অটৈামান রাজত্বের সময়কালে) আনুমানিক ১ থেকে ১.৫ মিলিয়ন আর্মেনিয়ান গণহত্যার শিকার হন। ইতিহাসে এটা আর্মেনিয়ান গণহত্যা নামে পরিচিত। ১৯১৫ সালের এপ্রিল মাসে এই গণহত্যা শুরু হয়েছিল।

আর্মেনিয়ান কর্মী ও সমর্থকরা বিশ্ববাসীর কাছে আর্মেনিয়ান গণহত্যার স্বীকৃতির গুরুত্ব তুলে ধরতে ডাকটিকেট প্রকাশের সুযোগটিকে কাজে লাগাচ্ছেন:

নিকোলাস শেহনাউই, গণহত্যায় নিহতদের স্মরণ করে ডাকটিকেট প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। এটা ছিল বিশ শতকের সবচে’ ঘৃণ্যতম গণহত্যা।

এটি তুরস্কের দূতাবাসের ডকুমেন্টে ব্যবহার হবে 😉 নিকোলাস শেহনাউই: আর্মেনিয়ান গণহত্যার স্মরণে নতুন ডাকটিকেট প্রকাশ।

নিকোলাস শেহনাউই, আমি এই ডাকটিকেট ব্যবহার করে একটি খাম তুরস্কে পাঠাচ্ছি।

আর্মেনিয়ান গণহত্যার স্মরণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ।

লন্ডনের ইতিহাসবিদ রোরি ইয়োমাস এর ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করেছেন:

হিটলারে দম্ভোক্তি ছিল: “আর্মেনিয়ানদের এখন আর কে মনে রাখে? মনে হয়, সারাবিশ্বই 🙂

তুরস্কের টুইটার ব্যবহারকারী মাহমেট কোসুকু মুদ্রার ওপর পিঠটাও চিন্তা করতে বলেছেন:

ডাকটিকেটের সাথে লেবাননের শত্রুভাবাপন্ন মন্ত্রী আমাদের জানিয়ে দিলেন, তুরস্কের সাথে শত্রুতা করা কতো সোজা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .