আর্মেনিয়ান গণহত্যার স্মরণে লেবানন নতুন জাতীয় ডাকটিকেট প্রকাশ করেছে। দেশটির টেলিযোগাযোগ মন্ত্রী নিকোলাস শেহনাউই টু্ইটারে ডাকটিকেট প্রকাশের ঘোষণা দিয়ে এটির প্রতীকি গুরুত্বের ওপর জোর দেন:
Today we signed the order to launch the production of a new national stamp honoring all the victims of the Armenian Genocide
— Nicolas Sehnaoui (@NicolaSehnaoui) January 28, 2014
আমরা আজকে আর্মেনিয়ার গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন জাতীয় ডাকটিকেট উৎপাদনের চুক্তিতে স্বাক্ষর করলাম।
This stamp which will be on envelopes sent to all corners of the globe will be our shout-out to the world to recognize the Armenian Genocide
— Nicolas Sehnaoui (@NicolaSehnaoui) January 28, 2014
এই ডাকটিকেট পৃথিবীর যে প্রান্তেই যাবে, আর্মেনিয়ান গণহত্যা নিয়ে বিশ্ববাসী আমাদের গগণবিদারী চিৎকার শুনতে পাবেন।
It is also a statement to our fellow Armenian citizens that they are a core component of our Lebanese society and that we are proud of them
— Nicolas Sehnaoui (@NicolaSehnaoui) January 28, 2014
নতুন ডাকটিকেটের মাধ্যমে আমরা আমাদের আর্মেনিয়ান সহযোগীদের এই বার্তা দিতে চেয়েছি, তারা আমাদের লেবানিজ সমাজের মূল অংশ। আমরা তাদের নিয়ে গর্বিত।
Photo of the new stamp which will be produced in memory of the Armenian Genocide pic.twitter.com/AGB0pKOebn
— Nicolas Sehnaoui (@NicolaSehnaoui) January 28, 2014
আর্মেনিয়ার গণহত্যার স্মরণে প্রকাশিতব্য ডাকটিকেটের ছবি।
তত্কালীন তুরস্কে (অটৈামান রাজত্বের সময়কালে) আনুমানিক ১ থেকে ১.৫ মিলিয়ন আর্মেনিয়ান গণহত্যার শিকার হন। ইতিহাসে এটা আর্মেনিয়ান গণহত্যা নামে পরিচিত। ১৯১৫ সালের এপ্রিল মাসে এই গণহত্যা শুরু হয়েছিল।
আর্মেনিয়ান কর্মী ও সমর্থকরা বিশ্ববাসীর কাছে আর্মেনিয়ান গণহত্যার স্বীকৃতির গুরুত্ব তুলে ধরতে ডাকটিকেট প্রকাশের সুযোগটিকে কাজে লাগাচ্ছেন:
@NicolaSehnaoui thank you for honoring the victims of the genocide, a devastating chapter in the history of the 20th century.
— nanor (@nanor) January 28, 2014
নিকোলাস শেহনাউই, গণহত্যায় নিহতদের স্মরণ করে ডাকটিকেট প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। এটা ছিল বিশ শতকের সবচে’ ঘৃণ্যতম গণহত্যা।
Should be used on the turkish embassy's docs 😉 “@NicolaSehnaoui: the new stamp in memory of the Armenian Genocide pic.twitter.com/QXLR9rlSrR”
— Adham Hassanieh (@AdhamMG) January 28, 2014
এটি তুরস্কের দূতাবাসের ডকুমেন্টে ব্যবহার হবে 😉 নিকোলাস শেহনাউই: আর্মেনিয়ান গণহত্যার স্মরণে নতুন ডাকটিকেট প্রকাশ।
@NicolaSehnaoui I am sending envelopes to turkey with such stamps
— Sari Aquismaia Árab (@Aquismaia21) January 28, 2014
নিকোলাস শেহনাউই, আমি এই ডাকটিকেট ব্যবহার করে একটি খাম তুরস্কে পাঠাচ্ছি।
@NicolaSehnaoui thank you dear for your contribution to the #ArmenianCause #RecognizeArmenianGenocide
— Garo Beujekian (@GaroBeujekian) January 28, 2014
আর্মেনিয়ান গণহত্যার স্মরণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ।
লন্ডনের ইতিহাসবিদ রোরি ইয়োমাস এর ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করেছেন:
@NicolaSehnaoui @Zinvor So much for Hitler's boast: “Who now remembers the Armenians?” The whole world, it seems 🙂 #NeverForget
— Rory Yeomans (@roryyeomans) January 29, 2014
হিটলারে দম্ভোক্তি ছিল: “আর্মেনিয়ানদের এখন আর কে মনে রাখে? মনে হয়, সারাবিশ্বই 🙂
তুরস্কের টুইটার ব্যবহারকারী মাহমেট কোসুকু মুদ্রার ওপর পিঠটাও চিন্তা করতে বলেছেন:
@MFATurkey @NicolaSehnaoui Please warn with this hostile minister in Lebanon,who thinks hostility towards TR is very easy.
— Mehmet Kosucu (@MehmetKosucu) January 29, 2014
ডাকটিকেটের সাথে লেবাননের শত্রুভাবাপন্ন মন্ত্রী আমাদের জানিয়ে দিলেন, তুরস্কের সাথে শত্রুতা করা কতো সোজা।