মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিরিয়া, ইরান এবং কিউবার শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কোর্সেরা‘তে ঢুকতে পারছেন না। উল্লেখিত দেশগুলোর ছাত্ররা তাদের কোর্সে প্রবেশ করতে গিয়ে এই বার্তা পেয়ে বিস্মিত হয়েছেন:
“আমাদের সিস্টেম দেখাচ্ছে, আপনি এমন একটি আইপি ঠিকানা থেকে আমাদের সাইটে ঢুকতে এসেছেন, যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোর্সেরা মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলার কারণে আমরা আপনাকে এই সাইটে ঢোকার অনুমতি দিচ্ছি না।”
এ ঘটনায় ইরানি শিক্ষার্থী নাভিদ সুলতানি তাত্ক্ষণিক ভাবে ক্ষোভ প্রকাশ করে কোর্সেরার ফেসবুক পাতায় লিখেছেন:
ব্লগার লায়লা নাচাওয়াতি তার অনুভূতি শেয়ার করেছেন:
If @coursera believes in its own mission as a life-changer through education, it should ensure access to their site is reinstated in #Syria.
— Leila Nachawati Rego (@leila_na) January 28, 2014
কোর্সেরা যদি শিক্ষার মাধ্যমে জীবন বদলে দেয়ার মিশনে বিশ্বাস করে, তাহলে সিরিয়ায় কোর্সেরা সাইট খুলে দেয়া উচিত।
সিরিয়ার ব্লগার এবং ডেভলপার আনাস মারায়ি তার ব্লগে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন:
وبين مطرقة النظام السوري الذي يحجب مئات مواقع الإنترنت، وسندان “العقوبات الأمريكية” يزداد الخناق على الشباب السوري الراغب بالتعلّم، أو بالأحرى من تبقى من الشباب السوري القادر على الوصول إلى ما تبقى من الإنترنت في سوريا.
“শাসকেরা সেন্সরশিপ আরোপ করলে কয়েকশ’ ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এখন মার্কিন নিষেধাজ্ঞার কারণেও একই প্রভাব পড়েছে। দেশের তরুণদের পক্ষে অনলাইনের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।”
ওয়ামদার প্রধান সম্পাদক নিনা কার্লে তার বক্তব্যে অনেক বেশি বাস্তববাদী। এজন্য তিনি জিজ্ঞেস করেছেন, এটা অবশ্যম্ভাবী ছিল কি না:
Was this inevitable? A new solution is needed. Online education platform Coursera blocks students in Syria and Iran: http://t.co/LPizvB61mL
— Nina Curley (@9aa) January 27, 2014
এটা কি অবশ্যম্ভাবী ছিল? এখন দরকার নতুন ধরনের সমাধান। অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান কোর্সেরা সিরিয়া এবং ইরানের শিক্ষার্থীদের জন্য ব্লক করা হয়েছে।
যদিও রলফ স্ট্রম অলসেন নামের কোর্সেরার একজন অধ্যাপক নন-আমেরিকান শিক্ষার্থীরা কেন ক্ষতিগ্রস্ত তা বুঝতে পারছেন না:
@KirstenWinkler Yep, 'education for everyone'. Very unfortunate, isn't it? pic.twitter.com/IqmAxtDLdL
— Deny Setiyadi (@dgsetiyadi) January 24, 2014
হ্যাঁ, ‘সবার জন্য শিক্ষা'। খুব দু:খজনক, তাই নয় কী?